মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই সব দোকানপাট বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সব ব্যবসায়ীর উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‘ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের ওপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেচ্ছাচারি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।’
সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবাইদা আক্তারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন সেই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেন।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণের দাবিতে আজ বুধবার ২৪ ঘণ্টা বাজারের সমস্ত দোকানপাট বন্ধ রাখাসহ বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতি। কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই সব দোকানপাট বন্ধ রয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে বাজারের সব ব্যবসায়ীর উপস্থিতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
মহালছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল দাশ বলেন, ‘ইউএনও জোবাইদা আক্তার মহালছড়িতে যোগদানের পর থেকেই জনসাধারণের ওপর অহেতুক জরিমানাসহ বিভিন্ন কাজে স্বেচ্ছাচারি করে যাচ্ছেন। এ কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে এ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছেন।’
সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, ‘কোন জায়গায় কে পাহাড় কেটেছে আর মহালছড়ি বাজারের মো. আবদুর রশিদ নামের এক ব্যবসায়ীকে দোকানে মাটি ভরাট করার দায়ে অহেতুক ৫০ হাজার টাকা জরিমানা করেছে। ইউএনও জোবাইদা আক্তারের বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ রয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও অপসারণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে মহালছড়ি ইউএনও জোবাইদা আক্তারের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত: গত ১৭ জুলাই গভীর রাতে ২৪ মাইল নামক এলাকায় একটি পাহাড় কাটা হয়। এর সূত্র ধরে মহালছড়ি বাজারের আবদুর রশিদ নামের এক ব্যবসায়ী তাঁর দোকানের মাটি ভরাটের ওপর দায় চাপিয়ে ইউএনও জোবাইদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেন সেই সঙ্গে অনাদায়ে সাত দিনের কারাদণ্ডের রায় দেন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৭ মিনিট আগে