হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।
আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।
সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।
বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।
কুমিল্লার হোমনা সরকারি কলেজে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। এতে সামান্য বৃষ্টিপাতেই হাঁটুপানি জমে যাচ্ছে মাঠসহ কলেজ প্রাঙ্গণে। যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদেরকে। বৃষ্টিপাতের দিনে শিক্ষার্থী উপস্থিতি কমে যায়।
আজ বৃহস্পতিবার সরেজমিনে জানা গেছে, সড়ক থেকে কলেজ মাঠ নিচু হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান বৃষ্টির পানি জমে থাকে। ছেলেরা প্যান্ট ওপরে গুটিয়ে পানি মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারলেও মেয়েদের পরনের পোশাক ভিজে যাচ্ছে।
সামিয়া নামের একাদশ শ্রেণির একজন শিক্ষার্থী বলেন, আজ কলেজে এসে বিপদে পড়েছি, কলেজের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে আমার সালোয়ার ভিজে গেছে। এই অবস্থায় ক্লাসে বসে থাকা যায় না। তাই কষ্ট করে এসেও বাড়ি ফিরে যাচ্ছি।
বৃষ্টি হলেই কলেজ প্রাঙ্গণে পানি জমে যায়। সেই পানি মাড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় বলে জানান কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফকির মো. ছাদেক। তিনি বলেন, বৃষ্টির দিন কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। কলেজে প্রায় দুই হাজারের মতো শিক্ষার্থী থাকলেও আজকের বৃষ্টিতে মাঠে জলাবদ্ধতার কারণে মাত্র ৫০-৬০ জন শিক্ষার্থী কলেজে এসেছে। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, কলেজ জাতীয়করণ হওয়ায় ও নিজেদের অর্থ না থাকায় কিছুই করতে পারছি না। কলেজ মাঠের জলাবদ্ধতা নিরসনে পৌরসভাকে লিখিতভাবে জানিয়েছি। দ্রুত এই সমস্যার সমাধান চাই।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছির বলেন, কলেজ মাঠে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
১ ঘণ্টা আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে