সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস যাওয়ার পথে একই লাইনে থাকা খালি ইঞ্জিনকে পেছন থেকে থাক্কা দিয়েছে। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের বগির উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে বিকল্পপথে এই রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ইঞ্জিনের চালক ও তাঁর সহকারীসহ কর্ণফুলী এক্সপ্রেসের চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুই চালক ও সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ শুরু করেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
ট্রেনের একাধিক যাত্রী জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে পুরো ট্রেন কেঁপে ওঠে। এ সময় তাঁরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ পরবর্তী ট্রেনটি থেমে গেলে তাঁরা সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় পুরো ট্রেন কেঁপে উঠার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ট্রেন যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল, অন্যদিকে একই লাইনে ফৌজদারহাট থেকে পাহাড়তলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইঞ্জিনের গতি একেবারেই ধীর ছিল। যার কারণে ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন চালকের পাশাপাশি আহত হয়েছে খালি ইঞ্জিনের চালক ও তাঁর সহকারী। এছাড়া ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বিকল্প পথে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও ইঞ্জিনটি সরিয়ে নিতে কাজ করছেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
এছাড়া দুর্ঘটনায় আহত চালক ও চালকের সহকারীসহ আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রামমুখী কর্ণফুলী এক্সপ্রেস যাওয়ার পথে একই লাইনে থাকা খালি ইঞ্জিনকে পেছন থেকে থাক্কা দিয়েছে। এতে কর্ণফুলী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনের বগির উদ্ধার কাজ চলমান রয়েছে। অন্যদিকে বিকল্পপথে এই রুটের ট্রেন চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফৌজদারহাট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ইঞ্জিনের চালক ও তাঁর সহকারীসহ কর্ণফুলী এক্সপ্রেসের চালক আহত হয়েছেন। দুর্ঘটনা পরবর্তীতে আহত দুই চালক ও সহকারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশের পাশাপাশি রেলওয়ের উদ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও লাইনচ্যুত হওয়া কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের বগিটি সরিয়ে নিতে ঘটনাস্থলে কাজ শুরু করেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
ট্রেনের একাধিক যাত্রী জানান, ইঞ্জিনের সঙ্গে ট্রেনের সংঘর্ষে বিকট শব্দের সৃষ্টি হয়। এতে পুরো ট্রেন কেঁপে ওঠে। এ সময় তাঁরা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ পরবর্তী ট্রেনটি থেমে গেলে তাঁরা সবাই হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন। এ সময় পুরো ট্রেন কেঁপে উঠার কারণে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছেন অর্ধশতাধিক ট্রেন যাত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঢাকা থেকে ছেড়ে আসা কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি খুব দ্রুত গতিতে চলছিল, অন্যদিকে একই লাইনে ফৌজদারহাট থেকে পাহাড়তলীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইঞ্জিনের গতি একেবারেই ধীর ছিল। যার কারণে ট্রেনের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে গেছে। ট্রেন চালকের পাশাপাশি আহত হয়েছে খালি ইঞ্জিনের চালক ও তাঁর সহকারী। এছাড়া ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসাইন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন বিকল্প পথে ট্রেন চলাচল করছে। ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি ও ইঞ্জিনটি সরিয়ে নিতে কাজ করছেন রেলওয়ের উদ্ধার কর্মীরা।
এছাড়া দুর্ঘটনায় আহত চালক ও চালকের সহকারীসহ আহত ট্রেন যাত্রীদের উদ্ধার করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৪ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৪৩ মিনিট আগে