চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এসংক্রান্ত একটি অডিওটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে পাঠান বলে জানা যায়।
অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিও বার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এই নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’
ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এসংক্রান্ত একটি অডিওটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে পাঠান বলে জানা যায়।
অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিও বার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এই নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’
অনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
২৮ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
২৮ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
১ ঘণ্টা আগেকেঁদে কেঁদে বাবার কাছে প্রাণভিক্ষা চেয়েছিল তিন বছরের শিশু মুসা; কিন্তু বাবা আহাদ মোল্লা থামেননি। গলা কেটে তিনি হত্যা করেন মুসাকে। এর আগে বড় ছেলে সাত বছরের রোহানকে একইভাবে হত্যা করেন আহাদ। তারপর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ভয়াবহ ও মর্মান্তিক ঘটনা ঘটেছে গতকাল শনিবার সকালে রাজধানী
২ ঘণ্টা আগে