বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আইনজীবী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী ছিলেন।
স্থানীয়রা জানান, অসীম ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে আইনজীবী পেশায় যুক্ত হন। তাঁরা দুই ভাই ও এক বোন। অসীমের মা-বাবা বেঁচে নেই। সম্প্রতি তাঁর বিয়ে কথা চলছিল। বাড়িতে অসীম একাই থাকতেন। বোনের বিয়ে হয়ে গেছে। তাঁর ছোট ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে।
অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের লোকজন কল করে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।
আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ বলেন, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
চট্টগ্রামের বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১১টার দিকে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আইনজীবী উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে। তিনি চট্টগ্রাম জজ আদালতের আইনজীবী ছিলেন।
স্থানীয়রা জানান, অসীম ঘোষ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরে শিক্ষকতা ছেড়ে দিয়ে আইনজীবী পেশায় যুক্ত হন। তাঁরা দুই ভাই ও এক বোন। অসীমের মা-বাবা বেঁচে নেই। সম্প্রতি তাঁর বিয়ে কথা চলছিল। বাড়িতে অসীম একাই থাকতেন। বোনের বিয়ে হয়ে গেছে। তাঁর ছোট ভাইয়ের মানসিক সমস্যা রয়েছে।
অসীমের বোন রমা ঘোষ বলেন, গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গতকাল রাত ৮টার দিকে বাড়ির পাশের লোকজন কল করে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।
আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য পঙ্কজ চন্দ বলেন, শনিবার রাতে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
২ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
৮ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
২৯ মিনিট আগে