লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাড়ির সামনে বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ হামলার সঙ্গে তাঁরা জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ করার কথা ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দি সাবু অভিযোগ করে বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমার বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাশাপাশি বাসভবনের দিকেও ইট-পাটকেল ছুড়েছে। অনতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। বিনা উসকানিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে পুলিশের সামনে এই হামলা চালানো হলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, বিএনপির অন্তর্কোন্দলে নিজেরাই হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। এ ছাড়া বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই বিক্ষোভ সমাবেশ পালন করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে অবস্থান নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাড়ির সামনে বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ হামলার সঙ্গে তাঁরা জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ করার কথা ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দি সাবু অভিযোগ করে বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমার বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাশাপাশি বাসভবনের দিকেও ইট-পাটকেল ছুড়েছে। অনতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। বিনা উসকানিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে পুলিশের সামনে এই হামলা চালানো হলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, বিএনপির অন্তর্কোন্দলে নিজেরাই হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। এ ছাড়া বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই বিক্ষোভ সমাবেশ পালন করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে অবস্থান নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৫ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৫ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৬ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে