তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বই দোকানি গ্রেপ্তার

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২২, ১৫: ২৩

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মো. তাহের মিয়া (৪৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতেই শিশুটির বাবা বাদী হয়ে নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহের ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরির মালিক। তিনি উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। গতকাল রোববার রাত ৯টার দিকে তাকে ফান্দাউক বাজারে আঁখি লাইব্রেরি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তাহের দীর্ঘদিন ধরে ফান্দাউক বাজারে লাইব্রেরির ব্যবসা পরিচালনা করে আসছেন। ভুক্তভোগী শিশুটিকে প্রায় সময়ই তাহের তাঁর লাইব্রেরির পেছনে নিয়ে যৌন হয়রানি করতেন। ঘটনার দিন বিকেলে ওই শিশুটি কলম কেনার জন্য তাঁর দোকানে যায়। সে সময় তাহের মিয়া শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দোকানের পেছনে নিয়ে শিশুটিকে যৌন হয়রানি করে। পরে শিশুটি কান্না করে বাড়িতে চলে গিয়ে তার মাকে বিষয়টি জানায়। 

বিষয়টি জানাজানির পর তার বাবা স্থানীয়দের সঙ্গে আলোচনা করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ দেন। এ অভিযোগের প্রেক্ষিতে ওই দিন রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে তাহেরকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘শিশুটিকে যৌন নির্যাতনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা হয়েছে। একমাত্র অভিযুক্ত তাহের মিয়াকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত