লক্ষ্মীপুর প্রতিনিধি
বাংলাদেশের লক্ষ্মীপুরের তরুণ রাসেল আহমেদের সঙ্গে ৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইঅপ্রেনিয়ার। সেই পরিচয় থেকে সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। সেই টানেই গতকাল সোমবার ইন্দোনেশিয়া থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন রাসেল আহমেদের কাছে।
ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপির মেয়ে। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। আর রাসেল আহমেদ রায়পুরা উপজেলার রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।
রাসেলের পরিবার জানায়, ইন্দোনেশিয়া থেকে সোমবার রাতে ফানিয়া রায়পুরের রাখালিয়া গ্রামে রাসেলের বাড়িতে আসেন। অবশ্য রাসেল তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে এসেছেন। বর্তমানে ফানিয়া রাসেলের আত্মীয়দের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন।
রাসেল আহমেদ জানান, ফেসবুক ব্যবহারের সময় প্রায় ৪ বছর আগে ফানিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এরপর থেকে তাঁদের প্রতিদিনই কথা হতো। ভিডিও কলে দুজনের দেখা হতো প্রতিদিন। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ফানিয়া বাংলাদেশে এসেছেন। গ্রামের বাড়িতে আসার পর থেকে আশপাশের লোকজন তাঁকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
রাসেল বলেন, ‘আমরা বিয়ে করব। ফানিয়াকে নিয়ে এখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি সময়ের ব্যাপার। কারণ ফানিয়া এখন দুমাসের জন্য এসেছে। তাঁকে আবার ইন্দোনেশিয়া চলে যেতে হবে। পরবর্তীতে তাঁকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
ফানিয়া বলেন, ‘রাসেলকে আমি অনেক বেশি ভালোবাসি। তাঁকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। মা-বাবাকে বিয়ের বিষয়টি জানিয়েছি। তাঁরাও সম্মতি দিয়েছেন। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। সবাই খুব মিশুক। আমার দারুণ সময় কাটছে। আমি বাংলা ভাষা বুঝতে পারি। তবে অল্প কিছু শব্দ বলতে পারি। ধীরে ধীরে বাংলা ভাষা আয়ত্ত করে সবাইকে তাক লাগিয়ে দেব।’
রাসেল আহমেদের মা বিলকিস বেগম বলেন, ‘মেয়েটি খুব মিশুক। রাসেলকে ভালোবেসে সে অনেক দূর থেকে ছুটে এসেছে। সত্যিই এটি অবাক করা ঘটনা। আসার পর থেকেই আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো মিশে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছে।’
বাংলাদেশের লক্ষ্মীপুরের তরুণ রাসেল আহমেদের সঙ্গে ৪ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ইন্দোনেশিয়ার তরুণী ফানিয়া আইঅপ্রেনিয়ার। সেই পরিচয় থেকে সম্পর্ক গড়ায় গভীর প্রেমে। সেই টানেই গতকাল সোমবার ইন্দোনেশিয়া থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ছুটে এসেছেন রাসেল আহমেদের কাছে।
ফানিয়া ইন্দোনেশিয়ার দিপক এলাকার পাউদি হেলমি ও ফিসুনয়াদি ইসনা ওয়াপির মেয়ে। তিনি সেখানকার একটি কল সেন্টারে চাকরি করেন। আর রাসেল আহমেদ রায়পুরা উপজেলার রাখালিয়া গ্রামের মনির হোসেনের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস ব্যবসায়ী।
রাসেলের পরিবার জানায়, ইন্দোনেশিয়া থেকে সোমবার রাতে ফানিয়া রায়পুরের রাখালিয়া গ্রামে রাসেলের বাড়িতে আসেন। অবশ্য রাসেল তাঁকে বিমানবন্দর থেকে নিয়ে এসেছেন। বর্তমানে ফানিয়া রাসেলের আত্মীয়দের সঙ্গে বেশ আনন্দে সময় কাটাচ্ছেন।
রাসেল আহমেদ জানান, ফেসবুক ব্যবহারের সময় প্রায় ৪ বছর আগে ফানিয়ার সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। এরপর থেকে তাঁদের প্রতিদিনই কথা হতো। ভিডিও কলে দুজনের দেখা হতো প্রতিদিন। সম্প্রতি তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য ফানিয়া বাংলাদেশে এসেছেন। গ্রামের বাড়িতে আসার পর থেকে আশপাশের লোকজন তাঁকে দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
রাসেল বলেন, ‘আমরা বিয়ে করব। ফানিয়াকে নিয়ে এখানেই স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি সময়ের ব্যাপার। কারণ ফানিয়া এখন দুমাসের জন্য এসেছে। তাঁকে আবার ইন্দোনেশিয়া চলে যেতে হবে। পরবর্তীতে তাঁকে স্থায়ীভাবে বাংলাদেশে থাকার জন্য ব্যবস্থা নেওয়া হবে।’
ফানিয়া বলেন, ‘রাসেলকে আমি অনেক বেশি ভালোবাসি। তাঁকে বিয়ে করে স্থায়ীভাবে বাংলাদেশে থাকব বলে সিদ্ধান্ত নিয়েছি। তবে আপাতত আমাকে আবার দেশে ফিরে যেতে হবে। মা-বাবাকে বিয়ের বিষয়টি জানিয়েছি। তাঁরাও সম্মতি দিয়েছেন। এখানকার মানুষ খুব অতিথিপরায়ণ। সবাই খুব মিশুক। আমার দারুণ সময় কাটছে। আমি বাংলা ভাষা বুঝতে পারি। তবে অল্প কিছু শব্দ বলতে পারি। ধীরে ধীরে বাংলা ভাষা আয়ত্ত করে সবাইকে তাক লাগিয়ে দেব।’
রাসেল আহমেদের মা বিলকিস বেগম বলেন, ‘মেয়েটি খুব মিশুক। রাসেলকে ভালোবেসে সে অনেক দূর থেকে ছুটে এসেছে। সত্যিই এটি অবাক করা ঘটনা। আসার পর থেকেই আমাদের সঙ্গে পরিবারের সদস্যদের মতো মিশে গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে নিজেকে সবার সঙ্গে মানিয়ে নিচ্ছে।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩৭ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে