টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে তিনটি লার্নিং সেন্টারসহ ৩২টি ঘর। এর মধ্যে ২টি স্থানীয় বাসিন্দার ঘরও রয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ জানান, রাতে ক্যাম্পের একটি লার্নিং সেন্টার থেকে আগুন লেগে মুহূর্তে এ-৫ ব্লকের ৩২ ঘর পুড়ে ছাই হয়ে যায়। কেউ কোনো কিছু বাড়ি থেকে বের করতে পারেনি। এ ছাড়া আগুনের তাপে পাশের ১২ টির মতো বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার ঘটনা শুনে যে যার যার মতো করে পানি, বালি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। পরে এনজিও সংস্থা আইওএম থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের ৩০টি ঘর, স্থানীয় ফাতেমা খাতুন ও জরিনা খাতিনের দুই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে এই দুই বাড়ির ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, রোহিঙ্গাদের ঘরের পাশাপাশি এলাকার স্থানীয়দের দুইটি বাড়িও আগুনে পুড়ে গেছে। স্থানীয় অনেক মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
এদিকে পুড়ে যাওয়া ঘরগুলো শনাক্ত করে এনজিও সংস্থা আইওএম তাদের আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি ডব্লিউ এফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) তাদের খাদ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
কক্সবাজারের টেকনাফে লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে তিনটি লার্নিং সেন্টারসহ ৩২টি ঘর। এর মধ্যে ২টি স্থানীয় বাসিন্দার ঘরও রয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।
রোহিঙ্গা মাঝি (নেতা) আজিম উল্লাহ জানান, রাতে ক্যাম্পের একটি লার্নিং সেন্টার থেকে আগুন লেগে মুহূর্তে এ-৫ ব্লকের ৩২ ঘর পুড়ে ছাই হয়ে যায়। কেউ কোনো কিছু বাড়ি থেকে বের করতে পারেনি। এ ছাড়া আগুনের তাপে পাশের ১২ টির মতো বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার ঘটনা শুনে যে যার যার মতো করে পানি, বালি দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। পরে এনজিও সংস্থা আইওএম থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিনটি লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের ৩০টি ঘর, স্থানীয় ফাতেমা খাতুন ও জরিনা খাতিনের দুই বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে এই দুই বাড়ির ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।
খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান। তিনি জানান, রোহিঙ্গাদের ঘরের পাশাপাশি এলাকার স্থানীয়দের দুইটি বাড়িও আগুনে পুড়ে গেছে। স্থানীয় অনেক মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছেন। কিন্তু কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।
এদিকে পুড়ে যাওয়া ঘরগুলো শনাক্ত করে এনজিও সংস্থা আইওএম তাদের আশ্রয়ের ব্যবস্থা করার পাশাপাশি ডব্লিউ এফপি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) তাদের খাদ্যের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৩ মিনিট আগে