কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের পাড়ে থাকা পরিত্যক্ত দুটি ফেরি কেটে চুরির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় ফেরি কাটার সরঞ্জামসহ সাতটি গ্যাস সিলিন্ডার, একটি জেনারেটর এবং ফেরির দুই টুকরা মালামাল জব্দ করে সওজ।
আজ শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আবদুল মাবুদ (৩২) ও মোহাম্মদ আরিফ (২৮) নামের দুই যুবক ফেরি কেটে নিচ্ছিলেন। তাঁরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সওজের সাব ডিভিশনের প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সালাম ও ঠিকাদার মোহাম্মদ রিপন ফেরি দুটি কাটার জন্য তাঁদের এখানে নিয়ে আসেন। তাঁরা দুদিন ধরে ফেরির মালামাল কেটে ট্রাকে করে চট্টগ্রাম নগরীতে পাঠাচ্ছিলেন। এ পর্যন্ত দুই ট্রাক মাল নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সালাম এবং রিপন ফেরি কাটাতে শুরু করেন। তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, প্রশাসন ও সওজের কর্মকর্তাদের অনুমতি নিয়ে এ কাজ করছেন। এ সময় বোকা বানানোর জন্য বেশ কয়েকটি কাগজপত্রও দেখান তাঁরা। আজ ফের ১০-১২ জন ফেরি কাটার কাজ করছিলেন।
পরে খবর পেয়ে আজ শনিবার বিকেলে ঘটনাস্থলে আসেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন, সাব স্টেশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজসহ সওজ বিভাগের কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, পরিত্যক্ত ফেরিগুলো সরকারের নিজস্ব সম্পত্তি। ব্রিজটি চালু হওয়ার পর থেকে সওজ বিভাগ দেখাশোনা করে আসছে। সওজ কর্তৃপক্ষের টেন্ডার বা অনুমতি ছাড়া দিনদুপুরে চুরি করে কেটে নিয়ে গেছে ফেরির মালামাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘এ ঘটনায় আমাদের থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
২০০১ সালে ফেরিঘাট সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। ১৭ বছর পার হয়ে গেলেও সওজ ফেরিঘাটের ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি।
চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার মধ্যবর্তী শঙ্খ নদের পাড়ে থাকা পরিত্যক্ত দুটি ফেরি কেটে চুরির অভিযোগে দুজনকে আটক করে পুলিশে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় ফেরি কাটার সরঞ্জামসহ সাতটি গ্যাস সিলিন্ডার, একটি জেনারেটর এবং ফেরির দুই টুকরা মালামাল জব্দ করে সওজ।
আজ শনিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত আবদুল মাবুদ (৩২) ও মোহাম্মদ আরিফ (২৮) নামের দুই যুবক ফেরি কেটে নিচ্ছিলেন। তাঁরা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সওজের সাব ডিভিশনের প্রকৌশলী মো. জামাল উদ্দিন।
আটক ব্যক্তিরা জানিয়েছেন, কর্ণফুলী উপজেলার মোহাম্মদ সালাম ও ঠিকাদার মোহাম্মদ রিপন ফেরি দুটি কাটার জন্য তাঁদের এখানে নিয়ে আসেন। তাঁরা দুদিন ধরে ফেরির মালামাল কেটে ট্রাকে করে চট্টগ্রাম নগরীতে পাঠাচ্ছিলেন। এ পর্যন্ত দুই ট্রাক মাল নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল শুক্রবার সালাম এবং রিপন ফেরি কাটাতে শুরু করেন। তাঁদের জিজ্ঞাসা করা হলে বলেন, প্রশাসন ও সওজের কর্মকর্তাদের অনুমতি নিয়ে এ কাজ করছেন। এ সময় বোকা বানানোর জন্য বেশ কয়েকটি কাগজপত্রও দেখান তাঁরা। আজ ফের ১০-১২ জন ফেরি কাটার কাজ করছিলেন।
পরে খবর পেয়ে আজ শনিবার বিকেলে ঘটনাস্থলে আসেন সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন, সাব স্টেশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজসহ সওজ বিভাগের কর্মকর্তারা।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সাব ডিভিশনের ইঞ্জিনিয়ার মো. জামাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, পরিত্যক্ত ফেরিগুলো সরকারের নিজস্ব সম্পত্তি। ব্রিজটি চালু হওয়ার পর থেকে সওজ বিভাগ দেখাশোনা করে আসছে। সওজ কর্তৃপক্ষের টেন্ডার বা অনুমতি ছাড়া দিনদুপুরে চুরি করে কেটে নিয়ে গেছে ফেরির মালামাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আমরা দুজনকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, ‘এ ঘটনায় আমাদের থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
২০০১ সালে ফেরিঘাট সংলগ্ন এলাকায় তৈলারদ্বীপ সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের ২৯ আগস্ট তৈলারদ্বীপ সেতু উদ্বোধন করা হয়। ১৭ বছর পার হয়ে গেলেও সওজ ফেরিঘাটের ফেরি দুটি সরিয়ে নিতে পারেনি।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩১ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৪৩ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে