প্রতিনিধি
রাউজান (চট্টগ্রাম): দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে পূর্ণ ডিম ছেড়েছে মা মাছ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার পর থেকে ডিম ছাড়ে মা মাছ। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া। তিনি জানান, ঝুম বৃষ্টিতে পাহাড়ি ঢলে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ।
জানা গেছে, হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনাসহ বিভিন্ন পয়েন্টে শত শত নৌকা নিয়ে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করছেন ডিম সংগ্রহকারীরা। নদীর উপরিভাগের সংগ্রহকারীরা বেশি ডিম পেয়েছেন। অংকুতিঘোনা, গড়দুয়ারা নয়া হাটে কোনো ডিম সংগ্রহকারী ১০ থেকে ১২ বালতি আবার কেউ কেউ ৫ থেকে ৭ বালতি করে পেয়েছেন। নিচের অংশ আজিমের ঘাট এলাকায় সবচেয়ে কম ডিম পাওয়া গেছে।
হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ৬ থেকে ৭ বালতি ডিম সংগ্রহ করছি। পূর্ণাঙ্গ ডিম বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৫ মে রাত ১২টার পর, পরদিন দুপুর ১২টার পর ও রাত ১০টার পর তিন দফায় নমুনা ডিম ছাড়ে মা মাছ। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে হালদায় লবণাক্ত পানি প্রবেশ করায় বেশির ভাগ ডিম নষ্ট হয়ে যায়।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, এক সপ্তাহ আগে নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। তখন ৩৪৩টি নৌকায় ৬ শতাধিক ডিম সংগ্রহকারীর মধ্যে প্রত্যেক নৌকা গড়ে ২ বালতি করে ডিম সংগ্রহ করেছিল। গতকাল বুধবার বিকেল থেকে যারা ডিম পেয়েছেন তাঁদের মধ্যে কেউ এক শ গ্রাম, আবার কেউ দেড় শ থেকে আড়াই শ গ্রামও পেয়েছেন। তবে বর্তমানে ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এবার নদীর উপরিভাগ থেকে বেশি ডিম সংগ্রহ করেছেন আহরণকারীরা। প্রতিবারে ২৫০ থেকে ৩৫০ গ্রাম করে কয়েক বালতি ডিম পেয়েছেন।
এই প্রসঙ্গে মঞ্জুরুল কিবরিয়া বলেন, গত সপ্তাহে নমুনা ডিম ছেড়ে পূর্ণাঙ্গ ডিম ছাড়েনি মা মাছ। এক সপ্তাহ পর ঝুম বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে মা মাছ পূর্ণ ডিম ছেড়েছে। লবণাক্ততা কমেছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হালদায় লবণাক্ততা কমে স্বাভাবিক হয়েছে। বর্তমানে লবণাক্তের পরিমাণ ০.০৬ পিপিটি; যা একেবারেই স্বাভাবিক।
রাউজান (চট্টগ্রাম): দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে পূর্ণ ডিম ছেড়েছে মা মাছ। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার পর থেকে ডিম ছাড়ে মা মাছ। এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া। তিনি জানান, ঝুম বৃষ্টিতে পাহাড়ি ঢলে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ।
জানা গেছে, হালদা নদীর রাউজান ও হাটহাজারী অংশের আজিমের ঘাট, অংকুরি ঘোনা, কাগতিয়ার মুখ, গড়দুয়ারা নয়াহাট, রাম দাশ মুন্সির ঘাট, মাছুয়া ঘোনাসহ বিভিন্ন পয়েন্টে শত শত নৌকা নিয়ে কার্প জাতীয় মাছের ডিম সংগ্রহ করছেন ডিম সংগ্রহকারীরা। নদীর উপরিভাগের সংগ্রহকারীরা বেশি ডিম পেয়েছেন। অংকুতিঘোনা, গড়দুয়ারা নয়া হাটে কোনো ডিম সংগ্রহকারী ১০ থেকে ১২ বালতি আবার কেউ কেউ ৫ থেকে ৭ বালতি করে পেয়েছেন। নিচের অংশ আজিমের ঘাট এলাকায় সবচেয়ে কম ডিম পাওয়া গেছে।
হালদা নদীর ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর বলেন, গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ৬ থেকে ৭ বালতি ডিম সংগ্রহ করছি। পূর্ণাঙ্গ ডিম বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ২৫ মে রাত ১২টার পর, পরদিন দুপুর ১২টার পর ও রাত ১০টার পর তিন দফায় নমুনা ডিম ছাড়ে মা মাছ। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে হালদায় লবণাক্ত পানি প্রবেশ করায় বেশির ভাগ ডিম নষ্ট হয়ে যায়।
রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযূষ প্রভাকর বলেন, এক সপ্তাহ আগে নমুনা ডিম ছেড়েছিল মা মাছ। তখন ৩৪৩টি নৌকায় ৬ শতাধিক ডিম সংগ্রহকারীর মধ্যে প্রত্যেক নৌকা গড়ে ২ বালতি করে ডিম সংগ্রহ করেছিল। গতকাল বুধবার বিকেল থেকে যারা ডিম পেয়েছেন তাঁদের মধ্যে কেউ এক শ গ্রাম, আবার কেউ দেড় শ থেকে আড়াই শ গ্রামও পেয়েছেন। তবে বর্তমানে ডিমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, এবার নদীর উপরিভাগ থেকে বেশি ডিম সংগ্রহ করেছেন আহরণকারীরা। প্রতিবারে ২৫০ থেকে ৩৫০ গ্রাম করে কয়েক বালতি ডিম পেয়েছেন।
এই প্রসঙ্গে মঞ্জুরুল কিবরিয়া বলেন, গত সপ্তাহে নমুনা ডিম ছেড়ে পূর্ণাঙ্গ ডিম ছাড়েনি মা মাছ। এক সপ্তাহ পর ঝুম বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে মা মাছ পূর্ণ ডিম ছেড়েছে। লবণাক্ততা কমেছে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হালদায় লবণাক্ততা কমে স্বাভাবিক হয়েছে। বর্তমানে লবণাক্তের পরিমাণ ০.০৬ পিপিটি; যা একেবারেই স্বাভাবিক।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৪ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২১ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে