সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দেশে মিঠাপানির মাছ বাড়লেও সামুদ্রিক মাছের প্রজনন কমছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক সমীক্ষায় উঠে এসেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রজাতির মাছ এখনো শনাক্ত হয়নি বলেও গবেষকেরা জানিয়েছেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত গবেষণা সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংয়ে এসব বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুফিদুল আলম। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে পারলে সুনীল অর্থনীতির সুফল মিলবে।
গবেষণা দলের প্রকল্প পরিচালক (পিডি) ড. আবদুল্লা আল মামুন বলেন, সমুদ্রসম্পদের টেকসই আহরণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে সুনীল অর্থনীতির আলোকে ২৮টি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। উপকূলীয় এবং জীববৈচিত্র্যের একটি সমন্বিত তালিকা এবং ডেটাবেইস প্রস্তুতের লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহাদাত হোসেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা মতামত তুলে ধরেন। গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুন নাসের ও অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ জানান, সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি, বিলুপ্ত প্রজাতির মাছ ফিরিয়ে আনা এবং নতুন প্রজাতির মাছ শনাক্তে গবেষণায় একটি দল গঠন করেছে সরকার। সমুদ্রকে সুনীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে তাঁরা কাজ করছেন। সুষ্ঠু কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলে এর সুফল আসবে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়, দেশে মাছের ২৪টি প্রজনন এলাকা রয়েছে। পরিবেশের কারণে অনেক প্রজনন এলাকায় এখন মাছের প্রজনন হয় না। এতে মাছের উৎপাদন দিনদিন কমে যাচ্ছে। গবেষকেরা বলেন, উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পদের একটি প্রটোকল তৈরি করেছেন তাঁরা। এতে দেশের আটটি জেলা ও উপজেলায় গবেষণাকাজ শুরু করা হয়। এগুলো হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগরের সুন্দরবন ইসিএ এলাকা, বাগেরহাট জেলার মোগলা ও শরণখোলা এলাকার সুন্দরবন বেষ্টিত সংরক্ষিত বন, ভোলার চরফ্যাশন ও মনপুরা এলাকায় মৎস্য ল্যান্ডিং কেন্দ্র, নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেনির প্রোটেক্টেড এলাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা এলাকা, কক্সবাজারের সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ ও ইসিএ এলাকা এবং মহেশখালীর মৎস্য ল্যান্ডিং কেন্দ্র ও সংরক্ষিত বন।
দেশে মিঠাপানির মাছ বাড়লেও সামুদ্রিক মাছের প্রজনন কমছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক সমীক্ষায় উঠে এসেছে। ইতিমধ্যে বঙ্গোপসাগরে অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রজাতির মাছ এখনো শনাক্ত হয়নি বলেও গবেষকেরা জানিয়েছেন।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত গবেষণা সমীক্ষা প্রকল্পের ফোকাস গ্রুপ ডিসকাশন মিটিংয়ে এসব বক্তব্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুফিদুল আলম। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে পারলে সুনীল অর্থনীতির সুফল মিলবে।
গবেষণা দলের প্রকল্প পরিচালক (পিডি) ড. আবদুল্লা আল মামুন বলেন, সমুদ্রসম্পদের টেকসই আহরণ ও পরিবেশসম্মত ব্যবস্থাপনার লক্ষ্যে সুনীল অর্থনীতির আলোকে ২৮টি কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। উপকূলীয় এবং জীববৈচিত্র্যের একটি সমন্বিত তালিকা এবং ডেটাবেইস প্রস্তুতের লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শাহাদাত হোসেন। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিনের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীরা মতামত তুলে ধরেন। গবেষণা দলের প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম নিয়ামুন নাসের ও অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ জানান, সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধি, বিলুপ্ত প্রজাতির মাছ ফিরিয়ে আনা এবং নতুন প্রজাতির মাছ শনাক্তে গবেষণায় একটি দল গঠন করেছে সরকার। সমুদ্রকে সুনীল অর্থনীতির কেন্দ্রবিন্দুতে রূপান্তর করতে তাঁরা কাজ করছেন। সুষ্ঠু কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারলে এর সুফল আসবে।
গবেষণাপত্রে উল্লেখ করা হয়, দেশে মাছের ২৪টি প্রজনন এলাকা রয়েছে। পরিবেশের কারণে অনেক প্রজনন এলাকায় এখন মাছের প্রজনন হয় না। এতে মাছের উৎপাদন দিনদিন কমে যাচ্ছে। গবেষকেরা বলেন, উপকূলীয় ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পদের একটি প্রটোকল তৈরি করেছেন তাঁরা। এতে দেশের আটটি জেলা ও উপজেলায় গবেষণাকাজ শুরু করা হয়। এগুলো হচ্ছে সাতক্ষীরার কালীগঞ্জ ও শ্যামনগরের সুন্দরবন ইসিএ এলাকা, বাগেরহাট জেলার মোগলা ও শরণখোলা এলাকার সুন্দরবন বেষ্টিত সংরক্ষিত বন, ভোলার চরফ্যাশন ও মনপুরা এলাকায় মৎস্য ল্যান্ডিং কেন্দ্র, নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের মেনির প্রোটেক্টেড এলাকা, চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা এলাকা, কক্সবাজারের সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ ও ইসিএ এলাকা এবং মহেশখালীর মৎস্য ল্যান্ডিং কেন্দ্র ও সংরক্ষিত বন।
মাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
২২ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৩৫ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগে