চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
অডিও কেলেঙ্কারিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে নেপথ্য নায়কদের খুঁজে বের করা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে উপাচার্যকে দুই দফা আলটিমেটাম দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। তবে আলটিমেটামে কোনো দাবি পূরণ না হওয়ায় এবার আগামীকাল মঙ্গলবার থেকে টানা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিদ্দিকি ও সাধারণ সম্পাদক আবদুল হক সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে তিন দিনের টানা কর্মসূচি ঘোষণা করা হয়।
তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে-মঙ্গল ও বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন। এর মধ্যে দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দিন ধরে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, আইনের শাসন, শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং শিক্ষকদের ন্যায়সংগত অধিকার ও স্বার্থ পরিপন্থী চবি প্রশাসনের কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য এবং উপউপাচার্যকে বারবার মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন দাবি জানানোর পাশাপাশি দাবিগুলো আদায় না হলে কয়েক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু, চবি প্রশাসন অব্যাহতভাবে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিতে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
২৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট ও একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ না নেওয়া, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন সংক্রান্ত অডিও কেলেঙ্কারিতে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেট সিদ্ধান্ত থাকা সত্ত্বেও নিয়মিত মামলা করে তথাকথিত নিয়োগ-বাণিজ্য চক্রের সঙ্গে যুক্তদের খুঁজে বের করার কোনো উদ্যোগ না নেওয়া, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নির্বাচনী বোর্ড পুনর্গঠন না করা, বিভিন্ন বিভাগে আবেদনপত্রে তথ্য জালিয়াতির অভিযোগসহ বিভিন্ন কারণে বিতর্কিত আবেদনকারীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সংশ্লিষ্ট পরিকল্পনা কমিটি কর্তৃক বিজ্ঞপ্তি/নিয়োগের সুপারিশ না থাকা কিংবা প্রয়োজন নেই মর্মে সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও অসংখ্য বিজ্ঞপ্তি দেওয়া, বিজ্ঞপ্তি পদের অতিরিক্ত নিয়োগ, এড-হক/মাস্টার রোল/দৈনিক ভিত্তিতে নিয়োগ ইত্যাদির মাধ্যমে গণহারে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগদান করে অপ্রয়োজনে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ব্যয় বৃদ্ধির মতো অগ্রহণযোগ্য কার্যক্রম চালিয়ে যাওয়া, পালি বিভাগের সভাপতি ও শিক্ষক নির্বাচনী বোর্ডের সদস্য শাসনানন্দ বড়ুয়া রুপন এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হকের বিরুদ্ধে গঠিত হয়রানিমূলক তদন্ত কমিটি বাতিল না করা, শিক্ষকদের জন্য এসি বাস না কেনা, আবাসিক হলে দীর্ঘদিন ধরে আসন বরাদ্দ না দেওয়া, সাঁটল ট্রেনে বগি বাড়াতে উদ্যোগ না নেওয়া।
এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রশাসনকে দুই দফা আলটিমেটাম দিয়েছিলাম। প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমরা দাবি পূরণের জন্য এবার টানা কর্মসূচি ঘোষণা করেছি।’
অডিও কেলেঙ্কারিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে নেপথ্য নায়কদের খুঁজে বের করা, সিন্ডিকেটে তিন ক্যাটাগরির নির্বাচনের তফসিল ঘোষণাসহ বিভিন্ন দাবিতে উপাচার্যকে দুই দফা আলটিমেটাম দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতি। তবে আলটিমেটামে কোনো দাবি পূরণ না হওয়ায় এবার আগামীকাল মঙ্গলবার থেকে টানা আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
আজ সোমবার চবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান সিদ্দিকি ও সাধারণ সম্পাদক আবদুল হক সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে তিন দিনের টানা কর্মসূচি ঘোষণা করা হয়।
তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে-মঙ্গল ও বুধবার বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বৃহস্পতিবার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন। এর মধ্যে দাবি পূরণ না হলে সংবাদ সম্মেলন থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক দিন ধরে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি, আইনের শাসন, শিক্ষা ও গবেষণার পরিবেশ এবং শিক্ষকদের ন্যায়সংগত অধিকার ও স্বার্থ পরিপন্থী চবি প্রশাসনের কার্যক্রমের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে উপাচার্য এবং উপউপাচার্যকে বারবার মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন দাবি জানানোর পাশাপাশি দাবিগুলো আদায় না হলে কয়েক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আলটিমেটাম দেওয়া হয়। কিন্তু, চবি প্রশাসন অব্যাহতভাবে বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট পরিপন্থী কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিতে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে প্রদত্ত ক্ষমতাবলে শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে।
২৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো দীর্ঘদিন ধরে সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট ও একাডেমিক কাউন্সিলসহ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ না নেওয়া, শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেন সংক্রান্ত অডিও কেলেঙ্কারিতে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সিন্ডিকেট সিদ্ধান্ত থাকা সত্ত্বেও নিয়মিত মামলা করে তথাকথিত নিয়োগ-বাণিজ্য চক্রের সঙ্গে যুক্তদের খুঁজে বের করার কোনো উদ্যোগ না নেওয়া, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত নির্বাচনী বোর্ড পুনর্গঠন না করা, বিভিন্ন বিভাগে আবেদনপত্রে তথ্য জালিয়াতির অভিযোগসহ বিভিন্ন কারণে বিতর্কিত আবেদনকারীদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা, বিভিন্ন বিভাগ/ইনস্টিটিউটে সংশ্লিষ্ট পরিকল্পনা কমিটি কর্তৃক বিজ্ঞপ্তি/নিয়োগের সুপারিশ না থাকা কিংবা প্রয়োজন নেই মর্মে সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও অসংখ্য বিজ্ঞপ্তি দেওয়া, বিজ্ঞপ্তি পদের অতিরিক্ত নিয়োগ, এড-হক/মাস্টার রোল/দৈনিক ভিত্তিতে নিয়োগ ইত্যাদির মাধ্যমে গণহারে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগদান করে অপ্রয়োজনে বিশ্ববিদ্যালয় তথা সরকারের ব্যয় বৃদ্ধির মতো অগ্রহণযোগ্য কার্যক্রম চালিয়ে যাওয়া, পালি বিভাগের সভাপতি ও শিক্ষক নির্বাচনী বোর্ডের সদস্য শাসনানন্দ বড়ুয়া রুপন এবং ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হকের বিরুদ্ধে গঠিত হয়রানিমূলক তদন্ত কমিটি বাতিল না করা, শিক্ষকদের জন্য এসি বাস না কেনা, আবাসিক হলে দীর্ঘদিন ধরে আসন বরাদ্দ না দেওয়া, সাঁটল ট্রেনে বগি বাড়াতে উদ্যোগ না নেওয়া।
এ বিষয়ে চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা প্রশাসনকে দুই দফা আলটিমেটাম দিয়েছিলাম। প্রশাসন আমাদের দাবিগুলো পূরণের জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। ফলে আমরা দাবি পূরণের জন্য এবার টানা কর্মসূচি ঘোষণা করেছি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৭ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৫ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২০ মিনিট আগে