চট্টগ্রামে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে আদালতপাড়ায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ১৩: ৪৫

চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটের পাশের আদালতপাড়ার প্রবেশমুখে ও ভেতরে সকাল থেকেই সতর্ক অবস্থায় ছিল বিজিবি ও পুলিশ। অপরিচিত কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে পুলিশ-বিজিবির বাধা পেরিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আদালতপাড়ার দোয়েল ভবনের সামনে আইনজীবীরা দাঁড়িয়ে যান। তাঁদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরাও। তারপর তাঁরা আদালত চত্বরে প্রবেশ করেন। 

‘লাশ মারিয়ে সংলাপ নয়’, ‘দিনে নাটক, রাতে আটক’ এ রকম নানা স্লোগানে চারপাশ মুখর করে তোলেন তাঁরা। 

এর আগে সকাল ১০টার পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-ছাত্রীরা জেলা পরিষদ ভবনের সামনে জড়ো হতে থাকেন।  জেলা পরিষদ ভবনের সামনে কিছুক্ষণ অবস্থানের পর আইনজীবীদের একাংশ আদালতপাড়া থেকে মিছিল-স্লোগানসহ বেরিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আদালত চত্বরে প্রবেশ করেন। এ সময় অন্য আইনজীবীরা আদালতে ঢুকতে চাইলেও তাদের মোটরসাইকেল আটকে দেন বিক্ষুব্ধরা।

আদালত পাড়ায় বিক্ষোভে অংশ নেন অনেক আইনজীবীও। ছবি: আজকের পত্রিকাচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বলেন, ‘আমি সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের প্রতিবাদের ভাষা হবে মুখে, হাতে নয়। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে বলেছি, এখানে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত