বান্দরবান প্রতিনিধি
বান্দরবান পৌরসভার উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবির মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়া ও
মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। এ হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতিতে শামসুল ইসলামের পথচলা ১৯৯২ সালে, পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এই বিষয়ে শামসুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পর্যটকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হলেও ২০০১ সালে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ বসবাস করে। মোট ভোটার ৩৩ হাজার
৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন, মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬ জন।
বান্দরবান পৌরসভার উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন। গত সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল করিম জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবির মৃত্যুজনিত কারণে নির্বাচন কমিশন ১ জুন মেয়র পদে উপনির্বাচন ঘোষণা করেন। আগামী ১৭ জুলাই পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে অন্য কেউ মনোনয়নপত্র জমা না দেওয়া ও
মনোনয়নপত্র বাছাইয়ে শামসুল ইসলামের মনোনয়ন বৈধ হয়েছে। এ হিসেবে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের রাজনীতিতে শামসুল ইসলামের পথচলা ১৯৯২ সালে, পরে জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এই বিষয়ে শামসুল ইসলাম জানান, বান্দরবান পৌরসভাকে আধুনিক ও পর্যটকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করব। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শামসুল ইসলাম মেয়র নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। তিনি চলতি মেয়াদে আড়াই বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে ১৫ দশমিক ৮৮ বর্গকিলোমিটার জায়গা নিয়ে বান্দরবান পৌরসভা ‘গ’ শ্রেণির পৌরসভা হিসেবে গঠিত হলেও ২০০১ সালে ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় বর্তমানে প্রায় ৭৫ হাজার মানুষ বসবাস করে। মোট ভোটার ৩৩ হাজার
৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৬০১ জন, মহিলা ভোটার ১৫ হাজার ১৪৬ জন।
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
১৭ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২১ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে