দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় ও দুস্থ ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেরুং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার নিতে এসে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর (৬৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে অন্তত খুশি এবং আনন্দিত। একই আবেগ প্রকাশ করেন শেফালী বেগম (৫০)।
ঈদ উপহার নিতে অপরজন বিমঙ্গল চাকমা (৭০) বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার পেয়েছি, খুব ভালো লেগেছে। মুসলিমদের ঈদ আমরাও উপভোগ করতে পারব। এটি অনেক আনন্দের অনুভূতি।
মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙালি নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। আমরা সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রিজিয়ন কমান্ডার আরও বলেন, ‘আমরা সব সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করি। এ দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমরা এ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমরা এই ঈদেও সকলের সঙ্গে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকব। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএসপি, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকসের সহ সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি ও জোন অধিনায়কের সহধর্মিণী মিসেস রেহনুমা মুনজুর প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় ও দুস্থ ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেরুং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার নিতে এসে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর (৬৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে অন্তত খুশি এবং আনন্দিত। একই আবেগ প্রকাশ করেন শেফালী বেগম (৫০)।
ঈদ উপহার নিতে অপরজন বিমঙ্গল চাকমা (৭০) বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার পেয়েছি, খুব ভালো লেগেছে। মুসলিমদের ঈদ আমরাও উপভোগ করতে পারব। এটি অনেক আনন্দের অনুভূতি।
মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙালি নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। আমরা সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রিজিয়ন কমান্ডার আরও বলেন, ‘আমরা সব সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করি। এ দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমরা এ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমরা এই ঈদেও সকলের সঙ্গে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকব। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএসপি, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকসের সহ সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি ও জোন অধিনায়কের সহধর্মিণী মিসেস রেহনুমা মুনজুর প্রমুখ।
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
১৩ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
৪২ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
৪৩ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
১ ঘণ্টা আগে