কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।
কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটি যাচ্ছিলেন বাসু দাশ। পথিমধ্যে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাসু দাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসু দাশকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালের আনার আগেই বাসু দাশ নামে ওই আরোহী মারা গেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল হাসিব নামে একজন নিহত হয়েছিলেন।
রাঙামাটির কাপ্তাই-ঘাগড়া সড়কের দেবতাছড়ি এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসু দাশ (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত বাসু দাশ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি কনস্ট্রাকশনে চাকরি করতেন।
কাপ্তাইয়ের ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরন্জিত তনচংগা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেল চালিয়ে রাঙামাটি যাচ্ছিলেন বাসু দাশ। পথিমধ্যে ওয়াগ্গা ইউনিয়নের দেবতাছড়ি এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যান বাসু দাশ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাসু দাশকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, হাসপাতালের আনার আগেই বাসু দাশ নামে ওই আরোহী মারা গেছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কাপ্তাই থানার পুলিশ সদস্যরা। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, এর আগে গত ৯ ডিসেম্বর কাপ্তাই-চট্টগ্রাম সড়কের শিলছড়ি বালুচর এলাকায় পিকনিক বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল হাসিব নামে একজন নিহত হয়েছিলেন।
আজ রোববার টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩০ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুতায়িত হয়ে সজিব হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কাঠের খড়ি বোঝায় ট্রাকের ওপরে থাকা অবস্থায় বিদ্যুতায়িত হন।
৩১ মিনিট আগেহেমন্তে নবান্ন উৎসবে মেতেছেন বগুড়ার শিবগঞ্জের মানুষ। বাঙালির চিরায়ত ঐতিহ্য নবান্ন উৎসব উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে উপজেলার উথুলী বাজারে বসে মেলা। স্থানীয়দের দাবি প্রায় ৪ শ বছরের পুরোনো এই মেলা। আজ রোববার ভোর থেকেই ক্রেতা-বিক্রেতায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন। এ মেলায় নতুন সবজি, মিষ্টির
৩৫ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে পাটগ্রাম-বুড়িমারী স্থলবন্দর আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ বাজারের কলতাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে