ত্রিপুরায় বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা শেখ হাসিনার: সমন্বয়ক হাসনাত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২৩: ৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে সকলের অবদানের সমান হিস্যা দাবি করছি। মেজর জিয়াকে হিস্যা দিতে হবে, সৈয়দ নজরুলকে হিস্যা দিতে হবে, তাজউদ্দীনকে হিসাব দিতে হবে। ৯ মাস পাকিস্তানে থেকে বাংলাদেশে এসে নিজেকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করবে, জাতির ওপরে চাপিয়ে দিবে-সেটা আমরা কখনোই মেনে নেব না।

আজ শনিবার রাতে কুমিল্লায় ছাত্র-জনতার এক মশাল মিছিলে অংশ নিয়ে নগরীর রাজগঞ্জ এলাকায় বক্তব্যে তিনি একথা বলেন।

পরে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা ইতিমধ্যে জেনেছি ভারতের ত্রিপুরায় বসে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।’

তার প্রতিক্রিয়া হিসেবেই আমরা তাৎক্ষণিক কুমিল্লায় বিক্ষোভ মিছিল বের করেছি। ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার জন্য সব সময় একটি আতঙ্কের নাম কুমিল্লা। যখনই আমরা দেখব বিদেশে বসে কেউ বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করার চেষ্টা করছে, কুমিল্লা থেকেই প্রথম প্রতিরোধ যাবে। যখনই সারা বাংলাদেশের মানুষ আশাহত হয়েছে তখনই ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লার মানুষ। এই কুমিল্লার নেতৃত্বেই আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার মূল উৎপাটন করেছি।

কুমিল্লা টাউন হল মাঠ থেকে প্রতিরোধ ও মশাল মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক হান্নান মাসুদ, কুমিল্লার সমন্বয়ক আবু মুহাম্মদ রায়হান, মোহাম্মদ সাকিব হোসাইন, রাসেদুল হাসান রুবেল হোসাইনসহ আরও অনেকে।

এতে কুমিল্লা ও বিভিন্ন স্থান থেকে আগত সমন্বয়কগণসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত