বরিশালে বোমাসাদৃশ বস্তু দেখে আতঙ্ক, উদ্ধারে সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৪৩

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পাওয়ায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ সোমবার সকালে মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী ঘাস কাটতে গিয়ে এটি  দেখতে পান। 

মেট্রোপলিটন পুলিশ সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, এটি শক্তিশালী তাজা বোমা হতে পারে। এ ঘটনার পর দুপুর থেকে আশপাশের স্থাপনার মানুষ সরিয়ে জায়গাটি ঘিরে রেখেছেন সেনাসদস্যরা। 

ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী জনী হেলা আজকের পত্রিকাকে জানান, সকাল ৯টায় তিনি ঘাস কাটতে গিয়ে বস্তুটি দেখেন। হিন্দি সিনেমা দেখে বুঝতে পারেন যে এটা একটি বোমা। এরপর মেইল প্রসেসিং সেন্টারের পরিদর্শক মো. রিয়াজ হাওলাদার ৯৯৯ এ ফোন দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চান। 

বরিশাল নগরের নিউ সার্কুলার রোডে ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বোমাসদৃশ বস্তুটি পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকাবরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি ফারুক হোসেন বলেন, ‘সেনাবাহিনীর মেজর রাশেদ ঘটনাস্থলে গিয়ে ওই বস্তুটি অরিজিনাল বোমা হতে পারে বলে ধারণা করছেন। এটি ধ্বংস করতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট আসছে।’ 

এদিকে সেনাবাহিনীর বরিশাল মহানগরের দায়িত্বপ্রাপ্ত মেজর রাশেদ বেলা পৌনে ১টায় ঘটনাস্থলে গিয়ে আশপাশ ঘিরে ফেলার নির্দেশ দিয়েছেন। বর্তমানে ওই এলাকা ঘিরে রেখেছে সেনাসদস্যরা। যদিও সেখানে ভিড় করছে উৎসুক জনতা।

 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত