ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
ঝালকাঠিতে কারাগারে থাকা রাজনৈতিক মামলার এক আসামি দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তাঁকে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। জানাজা নামাজের সময় ওই আসামির হাতে হাতকড়া পড়ানো ছিল।
প্যারোলে মুক্তি পাওয়া ওই ছাত্রদল নেতার নাম সিদ্দিকুর রহমান। সে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। সিদ্দিকুর রহমান ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ছাত্রদলের ইউনিয়ন কমিটির সভাপতি প্রার্থী। সিদ্দিকুর বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি ঝালকাঠিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে পুলিশের দায়ের করা মামলার ৮ নম্বর আসামি সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে ছিলেন। গতকাল বুধবার বিকেলে তার বাবা মোকছেদ আলী হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন সিদ্দিকুরের ভাই মিজানুর রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে দুই ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিকেল ৫টায় সিদ্দিকুর রহমান ক্যান্ডকাপ পরিহিত অবস্থায় বাবার জানাজায় অংশ নেয়। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সিদ্দিকুর রহমানের ভাই মিজানুর রহমান জানান, ‘আমার ভাই বিএনপির কর্মসূচিতে অংশ নিলেও পুলিশের ওপর হামলার ঘটনায় সিদ্দকুর জড়িত ছিল না। আমাদের পরিবারের ছোট ভাই সিদ্দিকুরের গ্রেপ্তারের পর থেকেই বাবা অসুস্থ হয়ে পড়েন।’
ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফারাহ্ গুল নিঝুম বলেন, আসামি সিদ্দিকুর রহমানের বাবার জানাজায় অংশ নেওয়ার জন্য তার ভাইয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩০ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৩ মিনিট আগে