বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের জমায়েত আশা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ২১: ৪২

বরিশালে ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখ লোকের জমায়েত হবে বলে আশা করছেন নেতা-কর্মীরা। এ উপলক্ষে আজ বুধবার বরিশাল সার্কিট হাউসে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এই লোক সমাগমের লক্ষ্য ধরা হয়।

এদিকে জনসভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর থাকা নিয়ে আপত্তি উঠেছে। নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাঁকে মঞ্চে উঠতে দেওয়া এবং তাঁর সঙ্গে বর্ধিত সভাও করতে চান না সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের অনুসারীরা। একই আপত্তি উঠেছে সম্প্রতি দলের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দেওয়া নগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীরকে নিয়ে। সার্কিট হাউসের সভায় মেয়র খোকন ও প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এ নিয়ে ক্ষুব্ধ হন।

আজ বেলা সাড়ে ১১টার দিকে সার্কিট হাউসে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিসহ শীর্ষ নেতারা।

সভায় উপস্থিত থাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম বলেন, ‘নৌকার প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী ২৯ ডিসেম্বর বরিশালে আসছেন। তিনি ওই জনসভায় উন্নয়ন এবং নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এটি কীভাবে সফল করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হয়েছেন এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি আপত্তিকর মন্তব্য করা দুই নেতার বিষয়ে বিরুদ্ধে আপত্তি তোলা হয়েছে। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চে নৌকার প্রার্থী থাকতে পারবেন, অন্য কেউ নয়।

প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠজন যুবলীগ নেতা মাহমুদুল হক খান মামুন বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী সাদিক এবং নগর সভাপতি জাহাঙ্গীরের বিষয়ে আপত্তি উঠছে। কেননা, সাদিক নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রার্থী হয়েছেন এবং জাহাঙ্গীর সম্প্রতি দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছেন। তাঁদের সঙ্গে বর্ধিত সভা কিংবা জনসভায় মঞ্চে থাকার ক্ষেত্রে অনীহা প্রকাশ করেছেন শীর্ষ নেতারা।’

সভা শেষে আবুল হাসানাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে বিরাট জনসভা হবে, ১০ লাখ লোকের সমাগম হবে। এর মাধ্যমে এই অঞ্চলের উন্নয়ন অব্যাহত থাকবে।’

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক এমপি বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা প্রাথমিক সভা করেছি। আগামী শনিবার আবার বিস্তৃতভাবে সভা হবে। নির্বাচনী প্রচারণা হিসেবে প্রধানমন্ত্রী আসছেন।’

এ বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘জনসভাকে সফল করতে ১০ লাখ লোকের সমাগম করার লক্ষ্য আমাদের। এ লক্ষ্যে আগামী শনিবার বেলা ১১টায় বরিশাল ক্লাবে বিভাগের প্রতিটি জেলার সভাপতি-সম্পাদক, মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের নিয়ে জনসভার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাদিকের থাকা নিয়ে আপত্তির বিষয়ে আওয়ামী লীগ নেতা ইউনুস বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। ভুল হয়েছিল। এসব নিয়ে আর না বাড়িয়ে আমাদের প্রধানমন্ত্রীর সফর সফল করতে হবে।’

প্রধানমন্ত্রী সর্বশেষ বরিশাল সফর করেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালীর সীমান্ত পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন এবং পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তব্য দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত