পাথরঘাটায় মতুয়া সম্প্রদায়ের দুই পক্ষের মারামারিতে আহত ১২ 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ২১: ১৪

নেতৃত্ব নিয়ে বরগুনার পাথরঘাটায় মতুয়া সম্প্রদায়ের দুই পক্ষের মারামারিতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পদ্মা এলাকায় স্বপন গাইন ও অশিত ঘরামির দলের মধ্যে এই মারামারি হয়।

আহতদের মধ্যে পোনাই মিস্ত্রি নামে একজনের অবস্থা গুরুতর। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলার মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র ওজা। 

মারামারিতে আহত ব্যক্তিরা হলেন জীবন ঘোসাই, স্বপন গাইন, সুবর্না রানী, বিটুল গাইন, শিখা রানী, তপন গাইন, গৌতম মিস্ত্রি, পোনাই মিস্ত্রি, অশিত ঘরামী, শিপন ঘরামী, মিলন ও রিপন। 

পাথরঘাটা উপজেলার মতুয়া সম্প্রদায়ের সভাপতি শেখর চন্দ্র ওজা আজকের পত্রিকাকে বলেন, ‘মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব নিয়ে পাথরঘাটা সদর ইউনিয়নে অনেক আগ থেকেই দ্বন্দ্ব চলছিল। বিষয়টি নিয়ে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মিলে বেশ কয়েকবার সমাধানের জন্য বৈঠক হলেও কেউ নেতৃত্ব না ছাড়ায় সমাধান দিতে পারিনি।’

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) আবু সালেহ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত