কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বঙ্গোপসাগরের লঘুচাপটি। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্ণিমার কারণে জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে।
আজ বৃহস্পতিবার পর্যন্ত দুই দফা অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ উপজেলার অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিদ্যুতের সংকট প্রকট আকার ধারণ করেছে। মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার। শুধু তাই নয়, পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকার কথা বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের চরচান্দুপাড়া গ্রামের বাসিন্দা সোলায়মান বলেন, ‘আমাদের কষ্ট দেখার কেউ নেই। আমরা “ত্রাণ চাই না, বাঁধ চাই” স্লোগানে অনেক মানববন্ধন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিবছর এই সময়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় থাকতে হয়।’
ধানখালী ইউপির স্কুলশিক্ষক কামরুন্নাহার পাপড়ি বলেন, গত মঙ্গল ও বুধবার বিদ্যুৎ আসেনি। লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে আছে জনজীবন।
উপজেলার চম্পাপুর ইউপির দেবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিব মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘চার বছর আগে আমাদের বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার সময় বাঁধের ভেতরে পানি প্রবেশ করে এবং গ্রাম তলিয়ে যায়। এমনকি রান্নাবান্না করতেও সমস্যা হয়।’
লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘অমাবস্যা কিংবা পূর্ণিমায় জোয়ারের চাপ একটু বেশি হলেই আমাদের এখানে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। জমি আর চাষ উপযোগী থাকে না। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোনো সুফল পাইনি।’
আলিপুর-কুয়াকাটা মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে জানান, আবহাওয়ার খবর পেয়ে এরই মধ্যে মাছ ধরার সহস্রাধিক ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ‘লালুয়ার ছয় কিলোমিটার বেড়িবাঁধ পায়রা বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করবে। আমার ওই এলাকায় এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করব। এরই মধ্যে আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আর দেবপুরে গত বছর দেড় কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু স্থানীয় লোকজন তাঁদের জমির ওপর বাঁধ করতে দেয়নি। যদি স্থানীয়রা এগিয়ে আসে, তাহলে দ্রুত সময়ের মধ্যে ওখানে বাঁধ নির্মাণ করা হবে।’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘নদনদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা এই অবস্থা চলমান থাকবে।’
বর্তমানে ভারতের ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে বঙ্গোপসাগরের লঘুচাপটি। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গত সোমবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এদিকে পূর্ণিমার কারণে জোয়ারের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে।
আজ বৃহস্পতিবার পর্যন্ত দুই দফা অস্বাভাবিক জোয়ারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে নিম্নাঞ্চলসহ উপজেলার অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে বিদ্যুতের সংকট প্রকট আকার ধারণ করেছে। মানবেতর জীবনযাপন করছে অনেক পরিবার। শুধু তাই নয়, পানিতে ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। উপকূলীয় এলাকা দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রাসহ সব বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল থাকার কথা বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের চরচান্দুপাড়া গ্রামের বাসিন্দা সোলায়মান বলেন, ‘আমাদের কষ্ট দেখার কেউ নেই। আমরা “ত্রাণ চাই না, বাঁধ চাই” স্লোগানে অনেক মানববন্ধন করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। প্রতিবছর এই সময়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় থাকতে হয়।’
ধানখালী ইউপির স্কুলশিক্ষক কামরুন্নাহার পাপড়ি বলেন, গত মঙ্গল ও বুধবার বিদ্যুৎ আসেনি। লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে আছে জনজীবন।
উপজেলার চম্পাপুর ইউপির দেবপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিব মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘চার বছর আগে আমাদের বেড়িবাঁধ ভেঙে গেছে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার সময় বাঁধের ভেতরে পানি প্রবেশ করে এবং গ্রাম তলিয়ে যায়। এমনকি রান্নাবান্না করতেও সমস্যা হয়।’
লালুয়া ইউপির চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘অমাবস্যা কিংবা পূর্ণিমায় জোয়ারের চাপ একটু বেশি হলেই আমাদের এখানে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। জমি আর চাষ উপযোগী থাকে না। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেও কোনো সুফল পাইনি।’
আলিপুর-কুয়াকাটা মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা আজকের পত্রিকাকে জানান, আবহাওয়ার খবর পেয়ে এরই মধ্যে মাছ ধরার সহস্রাধিক ট্রলার শিববাড়িয়া নদীর পোতাশ্রয়ে অবস্থান করছে। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার তিনটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন বলেন, ‘লালুয়ার ছয় কিলোমিটার বেড়িবাঁধ পায়রা বন্দর কর্তৃপক্ষ নির্মাণ করবে। আমার ওই এলাকায় এক কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করব। এরই মধ্যে আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আর দেবপুরে গত বছর দেড় কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিল পানি উন্নয়ন বোর্ড। কিন্তু স্থানীয় লোকজন তাঁদের জমির ওপর বাঁধ করতে দেয়নি। যদি স্থানীয়রা এগিয়ে আসে, তাহলে দ্রুত সময়ের মধ্যে ওখানে বাঁধ নির্মাণ করা হবে।’
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, ‘নদনদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টা এই অবস্থা চলমান থাকবে।’
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৯ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩১ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩২ মিনিট আগে