গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বরিশালের গৌরনদীতে উপজেলা যুবদলের সদস্য মো. নাসরুল খলিফাকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিজ বাড়ির পাশে কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তিনি এখন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি যুবলীগ কর্মীরা তাঁকে কুপিয়ে জখম করছেন।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে বাড়ির পাশের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন নাসরুল খলিফা। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
নাসরুল খলিফার বড় ভাই ও গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা (৪৫) অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই নামাজ পড়ে বাড়ির পাশে মানিকের দোকানে চা পান করছিল। এ সময় স্থানীয় যুবলীগের কর্মী টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে পাঁচ-ছয়জন রামদা, চাপাতি দিয়ে হত্যার জন্য নাসরুলের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। এ ঘটনা দোকানে থাকা সবাই দেখল, কিন্তু ভয়ে তাকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।’
এই অভিযোগের ব্যাপারে জানতে মোবাইল ফোনে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক, আলী আসগর খোন্দকার ও সোহেল মল্লিককে কল করা হয়। কিন্তু তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ নিয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এখনো কেউ এ নিয়ে অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগেবিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
১০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেবুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। গত ১৫ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে হাজারীবাগ এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে আক্রমণের শিকার হন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
২৩ মিনিট আগে