গৌরনদীতে আ.লীগ নেতার শর্ত মেনেই দোকান খুললেন ব্যবসায়ীরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২৩: ৩৯

আওয়ামী লীগ নেতাদের শর্ত মেনেই বরিশালের গৌরনদীতে বিএনপির কর্মীর মালিকানাধীন আক্কেল আলী মার্কেটের দোকান খুলছেন ব্যবসায়ীরা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন মুন্সীর নেতৃত্বে মার্কেটটিতে গত শনিবার তালা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগ ও বাজার কমিটির নেতাদের সিদ্ধান্ত মেনেই মার্কেটের ব্যবসায়ীরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব তালুকদারের কাছে সাদা কাগজে স্বাক্ষর দিয়ে দোকান খুলছেন।

আক্কেল আলী মার্কেটের ব্যবসায়ীরা জানান, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব তালুকদার, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, ইউপি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রদীপ কুমার দে দোকান খুলে দেওয়ার জন্য গতকাল মঙ্গলবার বিকেল তিনটার দিকে তাঁদের আসতে বলেন। তাঁরা সবাই বিকেল তিনটার মধ্যে মার্কেটের সামনে হাজির হলে রাত ৭টা পর্যন্ত নেতাদের কোনো দেখা মেলেনি। রাত ৮টার দিকে বাকাই বাজারের টাইলস ব্যবসায়ী মো. আহাদ নাইয়ার দোকানে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমান, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব তালুকদার, সাধারণ সম্পাদক মোস্তফা সেরনিয়াবাত, ইউপি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রদীপ কুমার দেসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বাজারের সাধারণ ব্যবসায়ী ও আক্কেল আলী মার্কেটের ২৫ জন ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ওই রাতে ২৫ জন ব্যবসায়ীর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। রাত সোয়া ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানসহ নেতারা আহাদ নাইয়ারের দোকানে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্বান্ত হয় যে, দোকান খুলতে পারবে তবে এখন থেকে মাসিক ভাড়া খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব তালুকদারের কাছে দিতে হবে। এই শর্ত যারা মানবে তারা দোকান খুলতে পারবে। যারা এই শর্তে রাজি থাকবে তারা বুধবার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মতলেব তালুকদার কাছে গিয়ে আরেকটি সাদা কাগজে স্বাক্ষর করে এসে দোকান খুলবে। এই শর্ত মেনে গতকাল বুধবার ব্যবসায়ীরা দোকান খুলছেন।

আাক্কেল আলী মার্কেটের মালিক ও বিএনপি কর্মী মো. আক্কেল সরদার আজকের পত্রিকাকে বলেন, মঙ্গলবার রাতে ব্যবসায়ীদের নিয়ে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানসহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতারা বৈঠক করে। সেই সময় মেয়রের ঘোষিত সিদ্ধান্ত জানাতে আমার মার্কেটের ব্যবসায়ীরা আমার সঙ্গে বৈঠক করেছেন। পরিস্থিতি যাই হোক ব্যবসায়ীদের বাঁচাতে হবে।’

বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতলেব মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘সব দোকান পাট খুলে দেওয়া হয়েছে। গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান নির্দেশ দিয়েছেন ঝামেলা মীমাংসা না হওয়া পর্যন্ত ভাড়ার টাকা এক জায়গায় গচ্ছিত থাকবে।’

এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন মুন্সির মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তাঁরা ফোন রিসিভ করেননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত