নিজস্ব প্রতিবেদক, বরিশাল
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী।
বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও।
মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন।
গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর।
বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন নাবিক হোসাইন মোহাম্মদ আলী (২৬)। এরপর দুই মাস আগে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক হিসেবে যোগ দেন মোহাম্মদ আলী।
বরিশালের বানারিপাড়া উপজেলার বিসারাকান্দি ইউনিয়নের উমরেরপাড় গ্রামের বাসিন্দা তিনি।
গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা বোঝাই জাহাজ নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজটি। জিম্মি করা হয় জাহাজে থাকা ২৩ নাবিককে। যাদের মধ্যে আছেন বরিশালের হোসাইন মোহাম্মদ আলীও।
মোহাম্মদ আলী স্ত্রী ইয়া মনিকে কথা দিয়েছিলেন কোরবানির ঈদে বাড়ি ফিরবেন। সেই ফেরা এখন অনিশ্চিত।
আজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন হোসাইন মোহাম্মদ আলী। তিনি বিজ্ঞান বিভাগে ২০১৪ সালে জিপিএ ৫ পেয়ে মাধ্যমিক পাস করেন। এরপরে ভর্তি হন নারায়ণগঞ্জের মেরিন একাডেমিতে। সেখানে চার বছর পড়ালেখা শেষ করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন ২০২০ সালে। দুই মাস আগে দক্ষিণ কোরিয়া গিয়ে এমভি আবদুল্লাহ নামের জাহাজে নাবিক হিসেবে কাজ শুরু করেন।
গতকাল মঙ্গলবার যখন জলদস্যুরা তাঁদের জিম্মি করে তখন মোবাইল ফোনে বার্তা দিয়ে পরিবারকে আলী জানিয়েছিলেন, হয়তো মুক্তি পাওয়ার আগে আর যোগাযোগ হবে না। এ কথা শোনার পর থেকেই স্বজনদের কান্না আর থামছে না।
সদ্য বিবাহিত স্ত্রী ইয়া মনি আজ সাংবাদিকদের বলেন, আগামী কোরবানির ঈদে বাড়িতে ফেরার কথা ছিল আলীর। পরিকল্পনা ছিল দুজন মিলে ঈদের ছুটিতে কোথাও ঘুরতে যাবেন তাঁরা।
এদিকে সন্তান জিম্মি হওয়ার সংবাদ পাওয়ার পর থেকেই অঝোরে কাঁদছেন আলীর মা নাসিমা পারভিন। সন্তানকে ফিরে পেতে সরকারের প্রতি আবেদন জানিয়েছেন তিনি।
নাবিক আলীর বাবা এমাম হোসেন মোল্লা বলেন, সামনের কোরবানির ঈদে আলী হোসেনের বড় ভাইয়ের সঙ্গে বাড়িতে এসে একত্রে কোরবানি দেওয়ার কথা ছিল তাঁর।
বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, গত বছরের শেষে বিবাহ করেছিলেন আলী হোসেন। এ ঘটনায় আলীর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
৪১ মিনিট আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে