কীর্তনখোলায় পড়ে পথশিশু নিহত, লাশ গ্রহণে অনিচ্ছুক বাবা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২০ মে ২০২৩, ১৮: ০৪

বরিশাল নদীবন্দরের টার্মিনাল থেকে কীর্তনখোলা নদীতে পরে নিখোঁজ পথশিশু সাথি আক্তারের (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে টার্মিনালের পাশে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সাথি নিখোঁজ হয়।

নিহত সাথির মা কয়েক বছর আগে মারা যাওয়ায় শিশুটি বরিশাল নদী বন্দরে থাকত। তার সৎ বাবা মো. বশির ঢাকায় বাস করেন। 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে মেয়েটির সৎ বাবা বশিরকে জানালে তিনি লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তিনি এসে যদি লাশ গ্রহণ না করেন তাহলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে চাঁদনি, সাথি, আসলাম ও জনি পন্টুনের পাশে বসে ছিল। হঠাৎ করে দুষ্টুমির ছলে নাইম (১৩) পেছন থেকে এসে সাথি ও আসলামকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। আসলাম সাঁতারে উঠে আসে। কিন্তু সাথি সাঁতার না জানায় নিখোঁজ হয়। নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করেও সম্ভব হয়নি। এরপর ফায়ার সার্ভিসের একটি দল শিশুকে উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত