বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যথাসময়ে অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা না দিতে পেরে আম-ছালা দুটিই হারালেন আওয়ামী লীগ নেত্রী ও কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা প্যানেল চেয়ারম্যান রিনা গাজী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রোববার বিকেল ৪টার পর সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারে তার মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিনা গাজী বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও কাজিরাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি ১৬ এপ্রিল ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ফারুক আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালাচ্ছিলেন। উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়েছেন ব্যানার ও পোস্টারও।
কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন মাহমুদ সুমন বলেন, ‘রিনা গাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন। শুনেছি তিনি সময় মতো অনলাইনে ওই পদে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। বিষয়টি খুবই দুঃখজনক।’
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো উপায় কিংবা অন্য কোনো সুযোগ নেই।’
মনোনয়নপত্র দাখিল করতে না পারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা গাজী বলেন, ‘আমার সব কাগজপত্র তৈরি ছিল। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে দেরি হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। বিকেল ৪টা বাজার সঙ্গে সঙ্গেই অনলাইন সার্ভার বন্ধ হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেও তিনি মনোনয়নপত্র জমা নেননি।’
বরগুনার বেতাগীতে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যথাসময়ে অনলাইনে মহিলা ভাইস চেয়ারম্যান পদের মনোনয়নপত্র জমা না দিতে পেরে আম-ছালা দুটিই হারালেন আওয়ামী লীগ নেত্রী ও কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের সদ্য পদত্যাগ করা প্যানেল চেয়ারম্যান রিনা গাজী। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল রোববার বিকেল ৪টার পর সময় শেষ হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারে তার মনোনয়ন পত্র জমা দেওয়া সম্ভব হয়ে ওঠেনি।
জানা যায়, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রিনা গাজী বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও কাজিরাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন।
উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে তিনি ১৬ এপ্রিল ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. ফারুক আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালাচ্ছিলেন। উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়েছেন ব্যানার ও পোস্টারও।
কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দীন মাহমুদ সুমন বলেন, ‘রিনা গাজী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে ইউপি সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন। শুনেছি তিনি সময় মতো অনলাইনে ওই পদে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। বিষয়টি খুবই দুঃখজনক।’
বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন সিকদার বলেন, ‘নির্বাচন কমিশনের অনলাইন সার্ভারের সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যে নির্ধারিত সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে তথ্য আপলোড বন্ধ হয়ে যাবে। সে ক্ষেত্রে আর কিছুই করার থাকে না। অনলাইনে ছাড়া মনোনয়নপত্র জমা নেওয়ার কোনো উপায় কিংবা অন্য কোনো সুযোগ নেই।’
মনোনয়নপত্র দাখিল করতে না পারা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিনা গাজী বলেন, ‘আমার সব কাগজপত্র তৈরি ছিল। কিন্তু অনলাইনে মনোনয়নপত্র সাবমিট করতে গিয়ে দেরি হওয়ায় মনোনয়নপত্র দাখিল করতে পারিনি। বিকেল ৪টা বাজার সঙ্গে সঙ্গেই অনলাইন সার্ভার বন্ধ হয়ে যায়। পরে রিটার্নিং কর্মকর্তার কাছে গেলেও তিনি মনোনয়নপত্র জমা নেননি।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৩৩ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৪৩ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে