চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশনের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৭০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাঁকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়।
আটক হওয়া বৃদ্ধ সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্বরোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানান।
জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, গত রোববার সকালে অভিযুক্ত সাইফুল তাঁর বিদ্যালয়ে যান এবং নিজেকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন। বিদ্যালয়ের নানান সমস্যা রয়েছে এমন অভিযোগ তুলে শোকজ করার হুমকি দিয়ে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। বিদ্যালয়ে পুরুষ শিক্ষক না থাকায় ভয়ে আতঙ্কিত শিক্ষকেরা মিলে তাঁর হাতে ১০ হাজার তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি চলে যান।
আজ মঙ্গলবার সকালে ফের উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে শিক্ষকদের কাছ দুই হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন যে কোন অডিট অফিসার আসেননি। তখন তারা ওই ব্যক্তিকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।
পুলিশ হেফাজতে থাকা প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা জানান, ‘অভাবের কারণে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা তিনি ফেরত দেবেন।’
চরফ্যাশন থানার উপপরিদর্শক রাসেল জানান, আটককৃত প্রতারকের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের অডিট আসলে আমার জানার কথা ছিল। মঙ্গলবার শিক্ষকদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে ওই প্রতারককে আটক করে থানায় দেওয়ার জন্য বলা হয়েছে।
চরফ্যাশনের একাধিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় সাইফুল ইসলাম মোস্তফা (৭০) নামের এক প্রতারককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় শিক্ষকদের সন্দেহ হলে তাঁকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করা হয়।
আটক হওয়া বৃদ্ধ সাইফুল ইসলাম মোস্তফা নিজেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের মহিবুল্লার ছেলে এবং ভোলা বিশ্বরোড এলাকার কুদ্দুস মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানান।
জনতাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনন্দা সরকার জানান, গত রোববার সকালে অভিযুক্ত সাইফুল তাঁর বিদ্যালয়ে যান এবং নিজেকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দেন। বিদ্যালয়ের নানান সমস্যা রয়েছে এমন অভিযোগ তুলে শোকজ করার হুমকি দিয়ে তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। বিদ্যালয়ে পুরুষ শিক্ষক না থাকায় ভয়ে আতঙ্কিত শিক্ষকেরা মিলে তাঁর হাতে ১০ হাজার তুলে দেন। ওই টাকা নিয়ে তিনি চলে যান।
আজ মঙ্গলবার সকালে ফের উত্তর পূর্ব আলীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নিজকে শিক্ষা অধিদপ্তরের অডিট অফিসার পরিচয় দিয়ে শিক্ষকদের কাছ দুই হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর বিষয়টি শিক্ষকদের সন্দেহ হলে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানেন যে কোন অডিট অফিসার আসেননি। তখন তারা ওই ব্যক্তিকে আটক করে চরফ্যাশন থানায় সোপর্দ করেন।
পুলিশ হেফাজতে থাকা প্রতারক সাইফুল ইসলাম মোস্তফা জানান, ‘অভাবের কারণে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। শিক্ষকদের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা তিনি ফেরত দেবেন।’
চরফ্যাশন থানার উপপরিদর্শক রাসেল জানান, আটককৃত প্রতারকের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম জানান, শিক্ষা অধিদপ্তরের অডিট আসলে আমার জানার কথা ছিল। মঙ্গলবার শিক্ষকদের কাছ থেকে ঘটনাটি জানতে পেরে ওই প্রতারককে আটক করে থানায় দেওয়ার জন্য বলা হয়েছে।
উত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
২৫ মিনিট আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগেবরিশাল নৌবন্দর ভবনের ভেতর থেকে আজ রোববার দুপুরে হিজলা উপজেলার একটি লঞ্চঘাট ইজারার দরপত্র ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের পরিচয় দিয়ে দরপত্র ছিনতাই করা হয় বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
২ ঘণ্টা আগে