মুলাদী (বরিশাল) প্রতিনিধি
মুলাদীতে দুই বছরেও শেষ হয়নি বাদশা কান্দি সড়কের পিচ ঢালাইয়ের কাজ। এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব চরকালেখান গ্রামের বাদশাকান্দি এলাকায় সড়কটি খুঁড়ে রাখায় এরই মধ্যে খালে পরিণত হয়েছে। সড়কের পাশ দিয়ে অথবা হাঁটু পানি ভেঙে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে।
জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে উপজেলার চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম আকনের বাড়ির সামনে থেকে আবুল সরদারের বাড়ি পর্যন্ত সড়কের পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির সংস্কারে ৬ মাসের সময় বেঁধে দেয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দুই বছরেও কাজ শেষ করেনি।
চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খোকন আকন জানান, এই সড়কটি দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অনেক মানুষ যাওয়া আসা করে। সড়কটিতে আগে ইট বসানো ছিল। ইটগুলো ভেঙে যাওয়ায় এলজিইডি সড়কটি সংস্কার করা সিদ্ধান্ত নেয়। সড়কটি থেকে ইট তুলে বালু দিয়ে ভরাট করা করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। ফলে রাস্তাটি খালে পরিণত হয়েছ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব আকন বলেন, সংস্কার কাজ শুরু করে ঠিকাদার চলে গেছেন। সড়কটিতে অন্তত বালু ভরাট করলেও ভোগান্তি কিছুটা কমতো। বর্তমানে সবাইকে পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। অতিবর্ষায় ঘর থেকে বের হওয়া যায় না।
এ ব্যাপারে ঠিকাদার তামিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে। তিনি ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মুলাদীতে দুই বছরেও শেষ হয়নি বাদশা কান্দি সড়কের পিচ ঢালাইয়ের কাজ। এতে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার চরকালেখান ইউনিয়নের পূর্ব চরকালেখান গ্রামের বাদশাকান্দি এলাকায় সড়কটি খুঁড়ে রাখায় এরই মধ্যে খালে পরিণত হয়েছে। সড়কের পাশ দিয়ে অথবা হাঁটু পানি ভেঙে স্থানীয়দের যাতায়াত করতে হচ্ছে।
জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে উপজেলার চরকালেখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম আকনের বাড়ির সামনে থেকে আবুল সরদারের বাড়ি পর্যন্ত সড়কের পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়কটির সংস্কারে ৬ মাসের সময় বেঁধে দেয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান দুই বছরেও কাজ শেষ করেনি।
চরকালেখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন খোকন আকন জানান, এই সড়কটি দিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অনেক মানুষ যাওয়া আসা করে। সড়কটিতে আগে ইট বসানো ছিল। ইটগুলো ভেঙে যাওয়ায় এলজিইডি সড়কটি সংস্কার করা সিদ্ধান্ত নেয়। সড়কটি থেকে ইট তুলে বালু দিয়ে ভরাট করা করার কথা থাকলেও ঠিকাদার তা করেননি। ফলে রাস্তাটি খালে পরিণত হয়েছ। এতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব আকন বলেন, সংস্কার কাজ শুরু করে ঠিকাদার চলে গেছেন। সড়কটিতে অন্তত বালু ভরাট করলেও ভোগান্তি কিছুটা কমতো। বর্তমানে সবাইকে পানির মধ্যে দিয়ে চলাচল করতে হয়। অতিবর্ষায় ঘর থেকে বের হওয়া যায় না।
এ ব্যাপারে ঠিকাদার তামিম আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ঠিকাদারকে দ্রুত কাজ শেষ করার জন্য বলা হয়েছে। তিনি ব্যর্থ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাবনার সাঁথিয়ায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করার সময় বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাশীনাথপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে...
১৪ মিনিট আগেব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা করিম নিহতের ঘটনায় এক দিনের শোক ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর পাশাপাশি এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে উপ-রেজিস্ট্রারসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৪ মিনিট আগেবিএনপিসমর্থিত কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বজলুর রশিদকে জেলা দায়রা ও জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
৮ ঘণ্টা আগেবগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স মণ্ডল ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৯ ঘণ্টা আগে