আমতলী (বরগুনা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।
তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।
আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।
নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’
নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’
বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই রাজধানীর রামপুরায় জুমার নামাজ শেষে ফেরার পথে গুলিতে নিহত হন অটোরিকশা চালক আমির তালুকদার। এ ঘটনায় তাঁর স্ত্রী আন্নি আক্তার গত ৪ সেপ্টেম্বর রামপুরা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সাড়ে ৩ মাস পর মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
আজ রোববার বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলামের নেতৃত্বে কবর থেকে মরদেহ তোলা হয়।
তালতলী উপজেলার মৌপাড়া গ্রামের মৃত আলতাফ তালুকদারের ছেলে আমির হোসেন তালুকদার ছোটবেলায় কাজের সন্ধানে ঢাকায় যান। ২০১৬ সালে মুন্সিগঞ্জের মেয়ে আন্নি আক্তারকে বিয়ে করেন তিনি। ঢাকার রামপুরা টিভি সেন্টারের পাশে একটি ভাড়া বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকতেন। আরমান (৬), আরিয়ান (৪) ও আমেনা (১) নামের তিনটি সন্তান রয়েছে তাঁর।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৯ জুলাই জুমার নামাজ আদায় করতে রামপুরা মোল্লা টাওয়ার সংলগ্ন মসজিদে যান আমির। নামাজ আদায় শেষে বাসায় ফিরছিলেন তিনি। সে সময় আন্দোলনকারী ছাত্র ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। এ সময় তিনটি গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া গ্রামে বাবার কবরের পাশে দাফন করেন। এ ঘটনায় আমির তালুকদারের স্ত্রী আন্নি আক্তার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করেন।
আজ মরদেহ কবর থেকে তোলার সময় স্ত্রী আন্নি আক্তার, দুই ছেলে আরমান ও আরিয়ান, একমাত্র মেয়ে আমেনাসহ নিকট আত্মীয় এবং এলাকার লোকজন উপস্থিত ছিলেন। ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের এসআই মাসুদ রানা।
নিহতের চাচা জাকির হোসেন তালুকদার বলেন, ‘গত ১৯ জুলাই ঢাকায় আন্দোলন চলাকালে আমার ভাতিজা আমির হোসেন তালুকদার পুলিশের গুলিতে নিহত হন। আমিন হোসেন স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।’
নিহত আমির তালুকদারের স্ত্রী ও মামলার বাদী আন্নি আক্তার বলেন, ‘ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমার স্বামীর মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করে পুলিশ নিয়ে গেছে।’
তিনি বলেন, ‘আমি এ ঘটনার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার স্বামী হত্যার ন্যায় বিচার দাবি করছি।’
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই মাসুদ রানা বলেন, ‘আমির তালুকদার হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৪ জনের বিরুদ্ধে রামপুরা থানায় হত্যা মামলা করা হয়েছে। তদন্তের স্বার্থে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।’
তালতলী থানার ওসি কালাম খাঁন বলেন, ‘নিহত আমির হোসেন তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পিবিআইয়ের পুলিশ এসেছে। তাঁদের সহযোগিতা করতে পুলিশ পাঠানো হয়েছে।’
বরগুনা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তরিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে নিহত আমির তালুকদারের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারা দেশ, বরিশাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ, মরদেহ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেগোলাম মোস্তফা। বয়স ৩৫ বছর। পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন। গুলিতে তাঁর ডান হাতের কবজি থেকে কনুই পর্যন্ত হাড় ভেঙে কয়েক টুকরা হয়েছিল। গত ২৩ জুলাই ভর্তি হওয়ার পর থেকে হাতে ১০ বার অস্ত্রোপচার করা হয়েছে। পেশায় নিরাপত্তাকর্মী মোস্তফা গুলিব
১ ঘণ্টা আগেজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগে