মেঘনায় দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যুর খবর 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ২৩: ০৬

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারের সঙ্গে আরেক ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যার পর উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া দালাল বাড়ি ঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। 

নিহত আ. রহমান সরদারের (৩৫) বাড়ি মেমানিয়া ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি আ. রাজ্জাক সরদারের ছেলে। তাঁর লাশ বর্তমানে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। 

আহতরা হলেন—মাহতাব সিকদার, আমিনুল মুন্সি। আরও একজনের নাম জানা যায়নি। 

দুর্ঘটনায় আহত মাহাতাব সিকদার বলেন, তারা একটি সামাজিক অনুষ্ঠানে (আকিকা) গিয়ে পথিমধ্যে মেঘনার শাখা নদীতে হঠাৎ একটি জেলেদের ট্রলারের সামনে পড়েন। একপর্যায়ে তাদের বহনকারী ট্রলারের মুখোমুখি চলে আসে জেলের ট্রলারটি। সন্ধ্যা হয়ে যাওয়ায় মাঝি হয়তো খেয়াল করতে পারেনি। যে কারণে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রহমান। 

মাহতাব আরও জানান, তাদের সঙ্গী আমিনুল মুন্সির নাতির আকিকা উপলক্ষে ছোট পরিসরে হিজলা উপজেলা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারের ইটের ভাটায় খাওয়াদাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনায় সব ওলটপালট হয়ে যায়। 

তিনি বলেন, মাছ ধরার ট্রলারটিকে অভিযানিক দল ধাওয়া দিয়েছে কি না তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ওই ট্রলারটি দ্রুত বেগে আসছিল। 

তবে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব বলেন, ‘সন্ধ্যার দিকে ওই এলাকায় আমাদের কোনো স্পিডবোট ছিল না। তাই বিষয়টি অবগত নই।’ 

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিষয়টি তদন্ত চলছে, তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি এবং এসিল্যান্ড অভিযানে নদীতে বের হইনি। আমাদের রাতে যাওয়ার কথা রয়েছে। তবে জানতে পেরেছি ২টি ট্রলার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত