প্রতিনিধি
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামগতি এবং কমলনগর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন এর চর টবগী গ্রামের মোহাম্মদ শরিফ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪) এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক বাহার উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম হৃদয় (২৫)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সোনাপুর-আলেকজান্ডার সড়কের শিশু আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে তার মা রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় দ্রুতগামী একটি পিক-আপ এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর চালককে পিক-আপ সহ আটক করেছে স্থানীয়রা। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মাজহারুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া সম্প্রতি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে অস্থায়ী (চুক্তিভিত্তিক) লাইনম্যান হিসেবে কাজ করতেন। দায়িত্বরত অবস্থায় কমলনগরের হাজিরহাট বিদ্যুৎ অফিসে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন হৃদয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়সহ দুজন মোটরসাইকেলযোগে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিকে থেকে একটি যাত্রীবাহী লেগুনা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হৃদয় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালীর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেল চালক মো. শহিদুল আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রামগতি এবং কমলনগর উপজেলায় এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, রামগতি উপজেলার চরআলগী ইউনিয়ন এর চর টবগী গ্রামের মোহাম্মদ শরিফ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৪) এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির দপ্তর সম্পাদক বাহার উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম হৃদয় (২৫)।
স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে সোনাপুর-আলেকজান্ডার সড়কের শিশু আব্দুর রহিমকে সঙ্গে নিয়ে তার মা রাস্তায় হাঁটতে বের হয়। এ সময় দ্রুতগামী একটি পিক-আপ এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই শিশুটি মারা যায়। দুর্ঘটনার পর চালককে পিক-আপ সহ আটক করেছে স্থানীয়রা। রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, কমলনগরে যাত্রীবাহী লেগুনার ধাক্কায় মাজহারুল ইসলাম হৃদয় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে কমলনগর উপজেলার রামগতি-লক্ষ্মীপুর সড়কের ফোরকানিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হৃদয় লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া সম্প্রতি লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে অস্থায়ী (চুক্তিভিত্তিক) লাইনম্যান হিসেবে কাজ করতেন। দায়িত্বরত অবস্থায় কমলনগরের হাজিরহাট বিদ্যুৎ অফিসে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন হৃদয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হৃদয়সহ দুজন মোটরসাইকেলযোগে কমলনগরের হাজিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিকে থেকে একটি যাত্রীবাহী লেগুনা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে হৃদয় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালীর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ছাড়া মোটরসাইকেল চালক মো. শহিদুল আহত হন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, লেগুনাটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নড়াইলের লোহাগড়া শিশু শাহিন ফকির হত্যা মামলায় নারীসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এই রায় ঘোষণা করেন।
১১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের মামলায় ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন তসলিমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার জেলা শহর থেকে গ্রেপ্তারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
২৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার মিয়া (২৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ বুধবার পদ্মা নদীর দশ রশিয়া এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে নিখোঁজ যুবকের সন্ধান পাননি।
২৬ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে প্রতিপক্ষের মারধরে মো. স্বপন মিয়া (৩৫) নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। আজ বুধবার বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় নেওয়া হয়েছে।
২৮ মিনিট আগে