নিজস্ব প্রতিবেদক, বরিশাল
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘স্বাধীনতার ৫২ বছর চলছে। এ পর্যন্ত যেসব দল ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। সমাজের সর্বত্র অশান্তির খবর। গত ১৪ বছরে দেশ থেকে ১০ থেকে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে। আগামী নির্বাচনগুলোয় এই “চোরদের বিরুদ্ধে” ভোট বিপ্লব করতে হবে।’ আজ বুধবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মহানগর ইসলামী আন্দোলনের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের উন্নয়ন বরাদ্দের ৯০ ভাগ টাকা লোপাট হচ্ছে। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে একই অর্থ দিয়ে ৯০ গুণ বেশি উন্নয়ন করতে পারবে। দেশে সমতা সৃষ্টি করা হবে। কেউ ১০ তলায়, কেউ নিচতল থাকবে—এমন সমাজব্যবস্থা রাখা হবে না।
সম্মেলনে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মহাসচিব মো. ইউনুস, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাসের প্রমুখ।
সম্মেলনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে পুনরায় মহানগরের সভাপতি এবং সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া হামিদীকে আবারও সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে নগরের আমানতগঞ্জ মাহমুদিয়া মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ সম্মেলনে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম হুংকার দিয়ে বলেন, ‘বরিশালে ইসলামী আন্দোলনকে বাধা দেওয়ার শক্তি কারও নেই। যারা হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে সম্মেলন করতে দেন নাই, তাদের এখনই সমুচিত জবাব দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু আমরা এখনই সংঘাতে যেতে চাই না, আগামী ভোটে টের পাবেন কীভাবে ক্ষমতার চেয়ার উল্টো যায়।’
উল্লেখ্য, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সম্মেলনের আগের দিন গত সোমবার নগরের হেমায়েত উদ্দিন ঈদগাহ মাঠে মঞ্চ ও প্যান্ডেল উচ্ছেদ করেছেন করপোরেশনের কর্মীরা।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১০ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১১ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৩ মিনিট আগে