নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএম কলেজ এলাকার একটি মেস থেকে এক কলেজছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া মো. মহিউদ্দিন মহারাজ বিএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার বিকেল পর্যন্ত মহিউদ্দিন মহারাজের সন্ধান পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ ঘটনার খবর পাওয়ার কথা স্বীকার করলেও আর কোনো তথ্য দিতে পারেনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ রোড এলাকায় বহুতল একটি ভবনের সামনে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। তারা একজনকে ভবন থেকে জোর করে বের করে মারধর করে মোটরসাইকেলের মাঝে বসায়। তারপর মোটরসাইকেল বহরটি চলে যায়। ভিডিওটি পাশের উঁচু ভবন থেকে ধারণ করা। যুবককে মারধর করার সময় এক নারীকে আফসোস করে নানা কথা বলতে শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাতে কলেজ রোড এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে অপহৃত ছাত্রকে চেনা যায় না। যে কারণে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই ঘটনায় গভীর রাতেই বিএম কলেজের অনেক ছাত্র আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছে।
বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নাসিমা রহমান বলেন, তাঁর বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র মহিউদ্দিন মাহরাজকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। অন্য ছাত্ররা তাঁকে এটা জানিয়েছেন। তারা একটি ভিডিও দিয়েছেন। তিনি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক আজকের পত্রিকা’কে বলেন, তিনি শুনেছেন যে ইংরেজি বিভাগের এক ছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তাঁর খোঁজ নিয়ে দেখছেন।
আরও খবর পড়ুন:
বরিশালে বিএম কলেজ এলাকার একটি মেস থেকে এক কলেজছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়া মো. মহিউদ্দিন মহারাজ বিএম কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সমন্বয়ক। গতকাল মঙ্গলবার মধ্যরাতে তাঁকে তুলে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ বুধবার বিকেল পর্যন্ত মহিউদ্দিন মহারাজের সন্ধান পাওয়া যায়নি। কলেজ কর্তৃপক্ষ ঘটনার খবর পাওয়ার কথা স্বীকার করলেও আর কোনো তথ্য দিতে পারেনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কলেজ রোড এলাকায় বহুতল একটি ভবনের সামনে ১০-১৫টি মোটরসাইকেলে একদল যুবক আসে। তারা একজনকে ভবন থেকে জোর করে বের করে মারধর করে মোটরসাইকেলের মাঝে বসায়। তারপর মোটরসাইকেল বহরটি চলে যায়। ভিডিওটি পাশের উঁচু ভবন থেকে ধারণ করা। যুবককে মারধর করার সময় এক নারীকে আফসোস করে নানা কথা বলতে শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত একাধিক ছাত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল মঙ্গলবার গভীর রাতে কলেজ রোড এলাকার একটি মেস থেকে ওই ছাত্রকে তুলে নেওয়া হয়। এর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওতে অপহৃত ছাত্রকে চেনা যায় না। যে কারণে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ওই ঘটনায় গভীর রাতেই বিএম কলেজের অনেক ছাত্র আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছে।
বিএম কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক নাসিমা রহমান বলেন, তাঁর বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র মহিউদ্দিন মাহরাজকে তুলে নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। অন্য ছাত্ররা তাঁকে এটা জানিয়েছেন। তারা একটি ভিডিও দিয়েছেন। তিনি অধ্যক্ষকে বিষয়টি জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক আজকের পত্রিকা’কে বলেন, তিনি শুনেছেন যে ইংরেজি বিভাগের এক ছাত্রকে তুলে নেওয়া হয়েছে। তাঁর খোঁজ নিয়ে দেখছেন।
আরও খবর পড়ুন:
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
৭ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
১২ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
৩৮ মিনিট আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
৪১ মিনিট আগে