বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের এক নেতাকে নৌকা প্রতীক দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে ওই নেতা নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ভোলার বোরহানউদ্দিনে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের এই নির্বাচনে টগবী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদারকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। গত ২১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় নিজের নাম দেখে তিনি টবগী ইউনিয়নের জনগণের সঙ্গে দেখা করতে ভোলায় আসেন। এর পরদিনই জানতে পারেন, তাঁকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন জসিম উদ্দিন হাওলাদার। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে মনোনয়নের তালিকায় নাম থাকার পরেও দলীয় মনোনয়ন না দেওয়ায় টবগী ইউনিয়নের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে ইউনিয়নের মিঞারহাট, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, বোরহানগঞ্জ, হাকিমুদ্দিনসহ পুরো এলাকা প্রদক্ষিণ করে জসিমউদ্দিনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ২৪ নভেম্বর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের বিভিন্ন সভা ও মিছিল-মিটিং চলেছে।
জসিম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের উপস্থিতিতে নিজেকে টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। বলেন—দীর্ঘদিন রাজনীতি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করে আসছি। ইউনিয়নবাসীর ভালোবাসা এবং মুরব্বিদের সম্মতিতে টগবী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন চতুর্থ ধাপের নির্বাচনে টগবী ইউনিয়নের তফসিল ঘোষণা করলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের আশায় ১৮ নভেম্বর বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বোর্ডে জমা দেন।
জসিম উদ্দিন আরও বলেন, `দলীয় মনোনয়ন না পাই দুঃখ নাই। কারণ টগবী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছে। আমি ভোটারদের উৎসাহে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করব। তাই নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনসহ জেলা-উপজেলার দলীয় সব নেতার কাছে টগবী ইউনিয়নে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
টগবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী বলেন, তাঁকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছে। মাটিখেকো ইটভাটার মালিকের কিছু লেবার জসিমের নামে স্লোগান দিচ্ছে। লোকজন তাঁর পক্ষেই আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত করেছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সভাপতি এবং তিনি সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন এবং পরিবর্তনও তিনিই করেছেন।
ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগের এক নেতাকে নৌকা প্রতীক দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে। এতে ওই নেতা নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।
জানা যায়, ভোলার বোরহানউদ্দিনে ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের এই নির্বাচনে টগবী ইউনিয়নে চেয়ারম্যান পদে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন হাওলাদারকে নৌকা প্রতীক দিয়েছিল আওয়ামী লীগ। গত ২১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত মনোনয়ন তালিকায় নিজের নাম দেখে তিনি টবগী ইউনিয়নের জনগণের সঙ্গে দেখা করতে ভোলায় আসেন। এর পরদিনই জানতে পারেন, তাঁকে দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ওই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এদিকে মনোনয়ন ফিরিয়ে নেওয়ায় ওই ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন জসিম উদ্দিন হাওলাদার। ২৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে মনোনয়নের তালিকায় নাম থাকার পরেও দলীয় মনোনয়ন না দেওয়ায় টবগী ইউনিয়নের হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা রাত ৯টা পর্যন্ত বিভিন্ন স্লোগান দিয়ে ইউনিয়নের মিঞারহাট, মনিরাম, উদয়পুর রাস্তার মাথা, বোরহানগঞ্জ, হাকিমুদ্দিনসহ পুরো এলাকা প্রদক্ষিণ করে জসিমউদ্দিনের সঙ্গে থাকার অঙ্গীকার করেন। ২৪ নভেম্বর বুধবার সকাল থেকে রাত পর্যন্ত তাঁদের বিভিন্ন সভা ও মিছিল-মিটিং চলেছে।
জসিম উদ্দিন হাওলাদার সাংবাদিকদের উপস্থিতিতে নিজেকে টগবী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন। বলেন—দীর্ঘদিন রাজনীতি, ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবা করে আসছি। ইউনিয়নবাসীর ভালোবাসা এবং মুরব্বিদের সম্মতিতে টগবী ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছি। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন চতুর্থ ধাপের নির্বাচনে টগবী ইউনিয়নের তফসিল ঘোষণা করলে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীকের আশায় ১৮ নভেম্বর বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র বোর্ডে জমা দেন।
জসিম উদ্দিন আরও বলেন, `দলীয় মনোনয়ন না পাই দুঃখ নাই। কারণ টগবী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছে। আমি ভোটারদের উৎসাহে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করব। তাই নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা ও প্রশাসনসহ জেলা-উপজেলার দলীয় সব নেতার কাছে টগবী ইউনিয়নে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, যাতে করে ভোটাররা নির্বিঘ্নে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন।
টগবী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট কামরুল হাসান চৌধুরী বলেন, তাঁকেই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড দলীয় মনোনয়ন দিয়েছে। মাটিখেকো ইটভাটার মালিকের কিছু লেবার জসিমের নামে স্লোগান দিচ্ছে। লোকজন তাঁর পক্ষেই আছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি যাচাই-বাছাইয়ের পর মনোনয়ন চূড়ান্ত করেছেন।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, প্রধানমন্ত্রী মনোনয়ন বোর্ডের সভাপতি এবং তিনি সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থীকে মনোনীত করেছেন এবং পরিবর্তনও তিনিই করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগে