বরগুনা প্রতিনিধি
ওমরাহ থেকে ফিরে গাড়িবহর নিয়ে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়েছেন পরিবহন মালিক সমিতির নেতা। পরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়।
অভিযুক্ত পরিবহন মালিকের নাম জহিরুল ইসলাম খোকন, তিনি আমতলী উপজেলা থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘জহিরুল ইসলাম খোকন নামে ওই ব্যক্তি দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন করেছেন। বিষয়টি আমরা তাঁকে অবহিত করলে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আমরা তাঁকে প্রথমবারের মতো ক্ষমা করেছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন অবাধ–সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন তার দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে প্রার্থী যতই শক্তিশালী হোক না কেন, আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলা থেকে ৭-৮টি যাত্রীবাহী বাস নিয়ে বরগুনা সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে দেখা করতে আসেন খোকন। বাসগুলো পৌর শহরে প্রবেশের পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। লোকজন নেমে গেলে বাসগুলো সদর উপজেলা পরিষদে ভেতরে পার্কিং করে রাখা হয়।
বিষয়টি প্রথমে সহকারী কমিশনার (ভূমি) চন্দন করের নজরে আসে। তিনি সেখানে উপস্থিত হয়ে গাড়িগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। পরে সেখানে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। তাঁরা জানান, এ জমায়েতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন হয়েছে।
এ সময় থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন আচরণ বিধিমালার বিষয়ে অবগত ছিলেন না বলে তাঁদের জানান এবং মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি প্রথমবারের মতো হওয়ায় শাস্তি থেকে রেহাই দেন।
এ বিষয়ে শ্রমিক নেতা জহিরুল ইসলাম খোকন বলেন, ‘আমি ওমরাহ হজ করে এসে দাদার (অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) সঙ্গে দেখা করতে এসেছি। আমি শ্রমিক নেতা আমার সংগঠনের শ্রমিকরাও আমার সঙ্গে দাদার কাছে আসতে চাইলে ৫-৬টি বাসে এক হাজারের ওপরে লোক নিয়ে আসছিলাম। আচরণ বিধিমালার বিষয়টি আমি অবগত ছিলাম না।’
এ দিকে এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ ও শাস্তির সুপারিশের পরেও আ. লীগের প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়ের ভেতরে আচরণবিধি লঙ্ঘন করে একের পর এক সভা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবারও দিনভর ব্যক্তিগত কার্যালয়ের অভ্যন্তরে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সভা হয়েছে।
সভায় সদর উপজেলার ঢলুয়া ইউপির চেয়ারম্যান আজিজুল হক স্বপন, আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বদরখালী ইউপির চেয়ারম্যান রাজা মিয়াসহ পাঁচজন ইউপি চেয়ারম্যান ও বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। সভায় নৌকার পক্ষে ভোট ও কাজ করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করে গ্রামে ২৫ / ৩০টা মোটরসাইকেল নিয়ে তাউরাশ দিতেছে হানাদার বাহিনীর মতো। এটা কোনো সাংবাদিক লেখে না। আমরা আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করিনি। আমরা কি সচেতন নাগরিক না, যে আচরণবিধি লঙ্ঘন হয় কিসে আমরা বুঝি না। আচরণবিধি লঙ্ঘন যাতে কেউ না করে আমি সিরিয়াসভাবে সবাইকে বলে দিয়েছি।’
ওমরাহ থেকে ফিরে গাড়িবহর নিয়ে বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে দেখা করতে এসে বিপাকে পড়েছেন পরিবহন মালিক সমিতির নেতা। পরে তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ক্ষমা চেয়ে রক্ষা পান। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায়।
অভিযুক্ত পরিবহন মালিকের নাম জহিরুল ইসলাম খোকন, তিনি আমতলী উপজেলা থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘জহিরুল ইসলাম খোকন নামে ওই ব্যক্তি দ্বাদশ সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন করেছেন। বিষয়টি আমরা তাঁকে অবহিত করলে তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আমরা তাঁকে প্রথমবারের মতো ক্ষমা করেছি।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন অবাধ–সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে প্রশাসন তার দায়িত্ব পালন করবে। এ ক্ষেত্রে প্রার্থী যতই শক্তিশালী হোক না কেন, আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আমতলী উপজেলা থেকে ৭-৮টি যাত্রীবাহী বাস নিয়ে বরগুনা সদরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে দেখা করতে আসেন খোকন। বাসগুলো পৌর শহরে প্রবেশের পর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। লোকজন নেমে গেলে বাসগুলো সদর উপজেলা পরিষদে ভেতরে পার্কিং করে রাখা হয়।
বিষয়টি প্রথমে সহকারী কমিশনার (ভূমি) চন্দন করের নজরে আসে। তিনি সেখানে উপস্থিত হয়ে গাড়িগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। পরে সেখানে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। তাঁরা জানান, এ জমায়েতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালার তিনটি ধারা লঙ্ঘন হয়েছে।
এ সময় থ্রি হুইলার মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম খোকন আচরণ বিধিমালার বিষয়ে অবগত ছিলেন না বলে তাঁদের জানান এবং মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি প্রথমবারের মতো হওয়ায় শাস্তি থেকে রেহাই দেন।
এ বিষয়ে শ্রমিক নেতা জহিরুল ইসলাম খোকন বলেন, ‘আমি ওমরাহ হজ করে এসে দাদার (অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু) সঙ্গে দেখা করতে এসেছি। আমি শ্রমিক নেতা আমার সংগঠনের শ্রমিকরাও আমার সঙ্গে দাদার কাছে আসতে চাইলে ৫-৬টি বাসে এক হাজারের ওপরে লোক নিয়ে আসছিলাম। আচরণ বিধিমালার বিষয়টি আমি অবগত ছিলাম না।’
এ দিকে এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটির শোকজ ও শাস্তির সুপারিশের পরেও আ. লীগের প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়ের ভেতরে আচরণবিধি লঙ্ঘন করে একের পর এক সভা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবারও দিনভর ব্যক্তিগত কার্যালয়ের অভ্যন্তরে সদর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে সভা হয়েছে।
সভায় সদর উপজেলার ঢলুয়া ইউপির চেয়ারম্যান আজিজুল হক স্বপন, আয়লা পাতাকাটা ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, বদরখালী ইউপির চেয়ারম্যান রাজা মিয়াসহ পাঁচজন ইউপি চেয়ারম্যান ও বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন। সভায় নৌকার পক্ষে ভোট ও কাজ করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীরা ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করে গ্রামে ২৫ / ৩০টা মোটরসাইকেল নিয়ে তাউরাশ দিতেছে হানাদার বাহিনীর মতো। এটা কোনো সাংবাদিক লেখে না। আমরা আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করিনি। আমরা কি সচেতন নাগরিক না, যে আচরণবিধি লঙ্ঘন হয় কিসে আমরা বুঝি না। আচরণবিধি লঙ্ঘন যাতে কেউ না করে আমি সিরিয়াসভাবে সবাইকে বলে দিয়েছি।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে