নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তাঁর পতন হয়েছে। হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুনভাবে চলবে।’
আজ শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘দেশে একটা নতুন রাজনীতি তৈরি হবে এবং সেখানে তরুণেরা নেতৃত্ব দেবে। যেই তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।’
নুর বলেন, ‘২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলেও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সে জন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এত দিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যেসব তরুণ রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাঁদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
‘যদি গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারেন, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।’ এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শেখ হাসিনা অহংকার করেছিলেন বলেই তাঁর পতন হয়েছে। হাসিনার পতনের পর সমগ্র মানুষের প্রত্যাশা এই দেশ এখন নতুনভাবে চলবে।’
আজ শুক্রবার সড়কপথে নিজ জেলা পটুয়াখালী যাওয়ার পথে বরিশালের সরকারি গৌরনদী কলেজ মসজিদে জুমার নামাজ আদায় শেষে পথসভায় তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘দেশে একটা নতুন রাজনীতি তৈরি হবে এবং সেখানে তরুণেরা নেতৃত্ব দেবে। যেই তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, সেই তরুণদের হাতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। তরুণদের হাতেই দেশ ও দেশের মানুষ নিরাপদ।’
নুর বলেন, ‘২০২১ সালে আমরা গণঅধিকার পরিষদ গঠন করলেও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। এখন আমাদের নিবন্ধন দেওয়া হয়েছে। সারা দেশে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন সর্বত্র তরুণদের মধ্যে থেকে জনপ্রতিনিধি তৈরি হবে। সে জন্য তরুণদেরও সর্বস্তরের জনগণের পালস বুঝে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘এত দিন বিভিন্ন লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজিতে এলাকার লোকজন অস্থির ছিল। আজকে যেসব তরুণ রাজনীতি করতে চান, বাংলাদেশকে নতুনভাবে দেখতে চান, তাঁদের এসব দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
‘যদি গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের তরুণ বন্ধুরা মানুষের জন্য কাজ করতে পারেন, তবে জনগণ আমাদের গ্রহণ করবে এবং গণঅধিকার পরিষদ আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।’ এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত আড়াইটার দিকে ধানমন্ডি–১৫–এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ভোর পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেকিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথম স্ত্রীর বাসায় যাওয়ায় স্বামীকে তাঁর দ্বিতীয় স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত বুধবার গভীর রাতে পৌর এলাকার পশ্চিমপাড়ার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে আই আর খান জুট মিলে অগ্নিকাণ্ডে মজুত করা বিপুলপরিমাণে পাট পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে দুর্গম চরাঞ্চল দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামে চাঁদা না পেয়ে ছুরিকাঘাতে ইউনুছ আলী এরশাদ (৩৯) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে