তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটকেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে ইভিএমের ধীরগতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, এই ইউপি নির্বাচনে ভোটার ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র আরও জানায়, এই ইউপির ৯টি ওয়ার্ডের নয় কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি, ইভিএমের বিড়ম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল ৭টায় এসে বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারী।
ভোট দিতে আসা মাহিনুর বেগম বলেন, ‘সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোটকেন্দ্রে আসবেন।’
ছকিনা নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি। এখন ১১টা বাজে, তবু ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না।’ এ ছাড়া একাধিক নারী ভোটারের একই অভিযোগ।
৮ নম্বর ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, ১১টা পর্যন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন। এ জন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে মনে করি।
এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে বৃদ্ধ নারীরা ভোট দিতে এসে সময় বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বরগুনার তালতলীতে শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটকেন্দ্রে নারীদের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। এদিকে ইভিএমের ধীরগতিতে ভোট নেওয়ায় বিড়ম্বনার শিকার হচ্ছেন নারীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে চাউলাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ চিত্র দেখা গেছে।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে, এই ইউপি নির্বাচনে ভোটার ৭ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯২৯ জন এবং নারী ভোটার ৩ হাজার ৮৬৯ জন। এতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন, সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ২৬ জন।
উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র আরও জানায়, এই ইউপির ৯টি ওয়ার্ডের নয় কেন্দ্রেই নারী ভোটারদের ভিড় বেশি দেখা গেছে। তবে পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। এদিকে ভোটারদের দাবি, ইভিএমের বিড়ম্বনায় আস্তে আস্তে ভোট চলছে। সকাল ৭টায় এসে বেলা গড়িয়ে দুপুর হলেও ভোট দিতে পারেনি অনেক নারী।
ভোট দিতে আসা মাহিনুর বেগম বলেন, ‘সকালে আমার স্বামী রিকশা নিয়ে বাইরে গেছেন। সকাল ৯টায় আমি ভোট দিয়েছি। আমার স্বামী দুপুর ২টার পর বাড়িতে ফিরে ভোটকেন্দ্রে আসবেন।’
ছকিনা নামের এক ভোটার বলেন, ‘সকাল সাড়ে ৮টায় কেন্দ্রে এসেছি। এখন ১১টা বাজে, তবু ভোট দিতে পারিনি। কখন পারি তাও জানি না।’ এ ছাড়া একাধিক নারী ভোটারের একই অভিযোগ।
৮ নম্বর ওয়ার্ডের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফিরোজ আলম বলেন, ‘এই কেন্দ্রে নারী ভোটার ৫৪৩ জন। বেলা ১১টা পর্যন্ত ১৬০ জন ভোট দিয়েছেন। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় অনেক বেশি। আশা করা যায় ৭০-৮০ শতাংশ নারী ভোট দিতে পারবেন।
তিনি আরও বলেন, ১১টা পর্যন্ত পুরুষ ভোট দিয়েছেন ১০১ জন। পুরুষ ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। পুরুষ ভোটাররা সকালে কাজে ব্যস্ত থাকেন। এ জন্য হয়তো উপস্থিতি কম। দুপুর ১টার পর তাদের উপস্থিতি বাড়বে। ৬০-৬৫ শতাংশ পুরুষ ভোটার ভোট দেবেন বলে মনে করি।
এই কর্মকর্তা বলেন, ইভিএমে ভোট গ্রহণে কোনো ধীরগতি নেই। তবে বৃদ্ধ নারীরা ভোট দিতে এসে সময় বেশি নেওয়ার কারণে একটু সমস্যা হচ্ছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
গাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
১ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৯ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১৪ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে