বরগুনা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা। দলীয় স্বতন্ত্র কোনো প্রার্থী কিংবা প্রতিদ্বন্দ্বী শক্ত কোনো প্রার্থীও নেই তাঁর। অনেকটা ফুরফুরে মেজাজেই থাকার কথা। কিন্তু ভোটের মাঠে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোটার উপস্থিতিই এখন মূল চ্যালেঞ্জ এই প্রার্থীর।
সুলতানা নাদিরা বরগুনা সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও প্রয়াত সংসদ সদস্য বরগুনা-২ আসনের (২০০৮-২০১৩) গোলাম সবুর টুলুর স্ত্রী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা ২ আসন থেকে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১১ জনের মধ্যে দলীয় কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মিজানুর রহমান। কিন্তু ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয় মিজানুরের। এ ছাড়াও জাকের পার্টি মনোনয়ন প্রত্যাহার, একজন স্বতন্ত্রসহ দুজনের মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে সুলতারা নাদিরাসহ মোট আটজন প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন।
বিএনএফএর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবদুর রহমান খোকন এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের কাছে আসনটি বিএনএফকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু বিএনএফকে বরগুনা-২ আসন ছেড়ে দেয়নি আওয়ামী লীগ। ফলে বরগুনা-২ আসনে সুলতানা নাদিরার উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী এখন বিএনএফের আবদুর রহমান খোকন।
আবদুর রহমান খোকন একজন শিক্ষাবিদ, তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের বিভাগীয় প্রধান। এলাকায় পদচারণায় খুবই কম থাকায় ভোটারদের কাছে খোকন একপ্রকার অপরিচিত মুখ। প্রচারণার মাঠেও শুরু পর থেকে এখনো পর্যন্ত আবদুর রহমান খোকনের তেমন কোনো সাড়া নেই। ফলে এ আসনের ভোটের মাঠে এক প্রকার বাধাহীন আওয়ামী লীগের সুলতানা নাদিরা।
সুলতানা নাদিরার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করানোটাই তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রচারণা শুরু করেছেন তিনি।
তিন মেয়েকে নিয়ে ভোটের মাঠে ব্যাপক প্রচারণা শুরু করেছেন সুলতানা নাদিরা। বড় মেয়ে ফারজানা সবুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। মেজ মেয়ে সাবরিনা নাদিরা তিয়াশা বাবার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মধুমতি টাইলস লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর। ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর আইনে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি (বার অ্যাট ল) নিয়েছেন। তিন মেয়েই এখন ভোটের মাঠে মায়ের সঙ্গে ভোটারদের উপস্থিতির জন্য প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে গত ৫ বছর নারী সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের বিপদে আপদে পাশে ছিলেন সুলতানা নাদিরা। প্রয়াত স্বামী গোলাম সবুর টুলু ফাউন্ডেশনের আওতায় সুলতানা নাদিরা ও ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর এলাকায় শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক কাজের পাশাপাশি নারীদের স্বকর্মসংস্থানে শতাধিক দোকান করে দিয়েছেন। বিশেষ করে করোনাকালীন ও প্রাকৃতিক দুর্যোগ এমনকি স্থানীয় ছোটখাটো সংকটেও এলাকায় ছুটে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে এলাকার ভোটারদের কাছে আস্থাভাজন নাম তিনি।
এদিকে বড় মেয়ে ফারজানা সবুর রুমকি স্থানীয় সরকার নির্বাচনের সময় উপস্থিত থেকে চেয়ারম্যানদের সহযোগিতা করে বড় একটা অংশকে নিজেদের দলে বাগিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক কাজে যুক্ত থেকে দলকেও কবজায় রেখেছেন।
যে কারণে এ আসনে সুলতানা নাদিরার একচ্ছত্র আধিপত্য রয়েছে। এসব বিবেচনায় দলীয় কোনো স্বতন্ত্র প্রার্থী হননি বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। তবে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ উত্তরণে প্রচারণার মাঠ সরগরম রেখে ভোটারদের উপস্থিত করানোর কাজটাও যথাযথভাবে করতে চান সুলাতানা নাদিরা ও তাঁর মেয়েরা।
বড় মেয়ে ফারজানা সবুর বলেন, ‘আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও যেভাবে মাঠে প্রচারণায় থাকতাম সেভাবেই এখনো কাজ করছি। আমাদের তিন বোনের পাশাপাশি দলীয় নেতা-কর্মী সমর্থকেরা দিনরাত প্রচারণায় কাজ করছি। বিশেষ করে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করতে যা যা দরকার আমরা সব প্রচেষ্টা করব।’
ছোট মেয় হাছছানা নাদিরা বলেন, ‘আমাদের এখন কাজটা কী আমরা ভালো করেই জানি। এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রচারণার মাঠে কাজ করছি।’
নৌকার মাঝি সুলতানা নাদিরা বলেন, ‘আমি মনে করি না আমার শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। আমার বিপরীতে এখানে সাতজন প্রার্থী আছেন। আমি সেভাবেই প্রচারণার মাঠে আছি। আশা করি বরগুনা-২ আসনে ৭০ ভাগ ভোটার কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যা যা করার আমরা সেটাই করছি।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমার প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়নের প্রচার করছি, একই সঙ্গে সরকারের নানা সহায়তা, প্রকল্প ও এবার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ এসব বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সুলতানা নাদিরা। দলীয় স্বতন্ত্র কোনো প্রার্থী কিংবা প্রতিদ্বন্দ্বী শক্ত কোনো প্রার্থীও নেই তাঁর। অনেকটা ফুরফুরে মেজাজেই থাকার কথা। কিন্তু ভোটের মাঠে তেমন কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলেও ভোটার উপস্থিতিই এখন মূল চ্যালেঞ্জ এই প্রার্থীর।
সুলতানা নাদিরা বরগুনা সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও প্রয়াত সংসদ সদস্য বরগুনা-২ আসনের (২০০৮-২০১৩) গোলাম সবুর টুলুর স্ত্রী।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা ২ আসন থেকে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১১ জনের মধ্যে দলীয় কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মিজানুর রহমান। কিন্তু ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল হয় মিজানুরের। এ ছাড়াও জাকের পার্টি মনোনয়ন প্রত্যাহার, একজন স্বতন্ত্রসহ দুজনের মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে সুলতারা নাদিরাসহ মোট আটজন প্রার্থী ভোটের মাঠে টিকে আছেন।
বিএনএফএর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবদুর রহমান খোকন এ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগের কাছে আসনটি বিএনএফকে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন। কিন্তু বিএনএফকে বরগুনা-২ আসন ছেড়ে দেয়নি আওয়ামী লীগ। ফলে বরগুনা-২ আসনে সুলতানা নাদিরার উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বী এখন বিএনএফের আবদুর রহমান খোকন।
আবদুর রহমান খোকন একজন শিক্ষাবিদ, তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের বিভাগীয় প্রধান। এলাকায় পদচারণায় খুবই কম থাকায় ভোটারদের কাছে খোকন একপ্রকার অপরিচিত মুখ। প্রচারণার মাঠেও শুরু পর থেকে এখনো পর্যন্ত আবদুর রহমান খোকনের তেমন কোনো সাড়া নেই। ফলে এ আসনের ভোটের মাঠে এক প্রকার বাধাহীন আওয়ামী লীগের সুলতানা নাদিরা।
সুলতানা নাদিরার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করানোটাই তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রচারণা শুরু করেছেন তিনি।
তিন মেয়েকে নিয়ে ভোটের মাঠে ব্যাপক প্রচারণা শুরু করেছেন সুলতানা নাদিরা। বড় মেয়ে ফারজানা সবুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি। মেজ মেয়ে সাবরিনা নাদিরা তিয়াশা বাবার রেখে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মধুমতি টাইলস লিমিটেডের ফাইন্যান্স ডিরেক্টর। ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর আইনে ইংল্যান্ড থেকে উচ্চতর ডিগ্রি (বার অ্যাট ল) নিয়েছেন। তিন মেয়েই এখন ভোটের মাঠে মায়ের সঙ্গে ভোটারদের উপস্থিতির জন্য প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
তবে গত ৫ বছর নারী সংসদ সদস্য হিসেবে এলাকার মানুষের বিপদে আপদে পাশে ছিলেন সুলতানা নাদিরা। প্রয়াত স্বামী গোলাম সবুর টুলু ফাউন্ডেশনের আওতায় সুলতানা নাদিরা ও ছোট মেয়ে হাছছানা নাদিরা সবুর এলাকায় শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক কাজের পাশাপাশি নারীদের স্বকর্মসংস্থানে শতাধিক দোকান করে দিয়েছেন। বিশেষ করে করোনাকালীন ও প্রাকৃতিক দুর্যোগ এমনকি স্থানীয় ছোটখাটো সংকটেও এলাকায় ছুটে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ফলে এলাকার ভোটারদের কাছে আস্থাভাজন নাম তিনি।
এদিকে বড় মেয়ে ফারজানা সবুর রুমকি স্থানীয় সরকার নির্বাচনের সময় উপস্থিত থেকে চেয়ারম্যানদের সহযোগিতা করে বড় একটা অংশকে নিজেদের দলে বাগিয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগের সাংগঠনিক কাজে যুক্ত থেকে দলকেও কবজায় রেখেছেন।
যে কারণে এ আসনে সুলতানা নাদিরার একচ্ছত্র আধিপত্য রয়েছে। এসব বিবেচনায় দলীয় কোনো স্বতন্ত্র প্রার্থী হননি বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। তবে ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ উত্তরণে প্রচারণার মাঠ সরগরম রেখে ভোটারদের উপস্থিত করানোর কাজটাও যথাযথভাবে করতে চান সুলাতানা নাদিরা ও তাঁর মেয়েরা।
বড় মেয়ে ফারজানা সবুর বলেন, ‘আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী থাকলেও যেভাবে মাঠে প্রচারণায় থাকতাম সেভাবেই এখনো কাজ করছি। আমাদের তিন বোনের পাশাপাশি দলীয় নেতা-কর্মী সমর্থকেরা দিনরাত প্রচারণায় কাজ করছি। বিশেষ করে ভোটারদের কেন্দ্রে উপস্থিত করতে যা যা দরকার আমরা সব প্রচেষ্টা করব।’
ছোট মেয় হাছছানা নাদিরা বলেন, ‘আমাদের এখন কাজটা কী আমরা ভালো করেই জানি। এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রচারণার মাঠে কাজ করছি।’
নৌকার মাঝি সুলতানা নাদিরা বলেন, ‘আমি মনে করি না আমার শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। আমার বিপরীতে এখানে সাতজন প্রার্থী আছেন। আমি সেভাবেই প্রচারণার মাঠে আছি। আশা করি বরগুনা-২ আসনে ৭০ ভাগ ভোটার কেন্দ্রে ভোট দিতে আসবেন এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে যা যা করার আমরা সেটাই করছি।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমার প্রধানমন্ত্রীর ব্যাপক উন্নয়নের প্রচার করছি, একই সঙ্গে সরকারের নানা সহায়তা, প্রকল্প ও এবার আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ এসব বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছি।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
২ ঘণ্টা আগেউত্তরবঙ্গে উপদেষ্টা নিয়োগের দাবিতে দফায় দফায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশের পর এবার রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রংপুরের ছাত্র-জনতা। আগামী তিন দিনের মধ্যে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে এ কর্মসূচি পালন করবেন তাঁরা
৩ ঘণ্টা আগেপাবনা শহরে রাতের আঁধারে তুষার হোসেন (১৫) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার রাত ৯টার দিকে শহরের খেয়াঘাট রোডে বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেটঙ্গীর তুরাগ তীরে আগামী বছর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজন করবেন তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরপন্থীরা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রকাশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে