আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’
বরগুনার আমতলী পৌরসভার দুটি ওয়ার্ডে কাউন্সিলর পদ শূন্য প্রায় তিন বছর ধরে। এতে দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীদের দাবি উপনির্বাচনের মাধ্যমে দ্রুত কাউন্সিলর পদ পূরণের।
জেলা নির্বাচন অফিস জানায়, পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা উপনির্বাচনে পদক্ষেপ নিচ্ছে না।
নির্বাচন অফিস ও স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২৮ ফেরুয়ারি আমতলী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২ নম্বর ওয়ার্ড থেকে মো. মঞ্জুরুল ইসলাম সেলিম পঞ্চায়েত এবং ৮ নম্বর ওয়ার্ড থেকে কালু খলিফা কাউন্সিলর নির্বাচিত হন। শপথ গ্রহণের ছয় মাসের মধ্যে অর্থাৎ ওই বছরের ৬ সেপ্টেম্বর কাউন্সিলর মো. সেলিম পঞ্চায়েত এবং ২০২০ সালের ১৭ জুলাই কালু খলিফা মারা যান।
এতে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হয়। কাউন্সিলর সেলিম মারা যাওয়ার তিন বছর চার মাস এবং কালু খলিফা মারা যাওয়ার দুই বছর ছয় মাস পেরিয়ে গেলেও ওই দুই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়নি।
কাউন্সিলর না থাকায় ওই দুই ওয়ার্ডের সাধারণ মানুষ সেবা বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় আসলাম, জাকির, শাহিনসহ অনেকে বলেন, ‘একটি পরিচয়পত্র সংগ্রহ করতে গেলে অন্য ওয়ার্ডের কাউন্সিলর অথবা নারী কাউন্সিলরদের কাছে ধরনা দিতে হয়। তাঁরা পরিচয়পত্রসহ ও অন্য সরকারি সেবা প্রদানে গড়িমসি করেন। এতে আমাদের বেশ হয়রানির শিকার হতে হয়।’
ভুক্তভোগী শাহানাজ আজকের পত্রিকাকে বলেন, ‘এক কাউন্সিলরের কাছে পরিচয়পত্র আনতে গিয়েছিলাম। এক সপ্তাহ ঘুরে ফিরে এসেছি। পরিচয়পত্র পাইনি।’
ভুক্তভোগী মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘কাউন্সিলর না থাকায় হয়রানির শেষ নেই। সরকারি সব সেবা থেকে বঞ্চিত ৮ নম্বর ওয়ার্ডের মানুষ।’
আমতলী পৌর মেয়র মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুই ওয়ার্ডের কাউন্সিলর পদ শূন্য হওয়ায় চিঠি দিতে পারিনি। দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হবে।’
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মো. সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচন অফিস থেকে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘পৌরসভার দুই ওয়ার্ডের শূন্য পদের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা ওই দুই ওয়ার্ডে উপনির্বাচনের পদক্ষেপ নিচ্ছে না।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে