দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুলের মালা পরানোর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
উপ-উপাচার্য ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাঁধন, প্রেসক্লাব দুমকিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে জয়বাংলা পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে এসে শেষ হয়। প্যারেড স্কয়ারে বিশ্ববিদ্যালয় ও সৃজনি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবসের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা এবং সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে ও বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুলের মালা পরানোর মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
উপ-উপাচার্য ছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন হল শাখা ছাত্রলীগ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পীগোষ্ঠী, বাঁধন, প্রেসক্লাব দুমকিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে জয়বাংলা পাদদেশ থেকে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে এসে শেষ হয়। প্যারেড স্কয়ারে বিশ্ববিদ্যালয় ও সৃজনি বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবসের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রচনা প্রতিযোগিতা এবং সৃজনী বিদ্যানিকেতনে শিশুদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় মসজিদে দোয়া, মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৮ মিনিট আগে