বরিশাল প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহতদের শেবাচিম হাসপাতালে করা ভর্তি করা হয়েছে।
জানা যায়, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছাত্রলীগের দুটি পক্ষ ক্যাম্পাসে সক্রিয়। এর মধ্যে একটি পক্ষের সাংসদের অনুসারীদের নেতৃত্বে অমিত হাসান রক্তিম ও ময়িদুর রহমান বাকি এবং মেয়রপন্থীদের নেতৃত্বে আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ বেশ কয়েকজন রয়েছেন। উভয় পক্ষই দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের নামে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে বিভিন্ন ঘটনায় নেতৃত্ব দেওয়া নিয়ে তাদের মধ্যে প্রায় সময় বিরোধ দেখা দেয়।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডের কলেজ অ্যাভিনিউর তিন মাথা এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নীরবকে মারধর করেন স্থানীয় যুবকেরা। এর প্রতিবাদে সেখানে সড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। যদিও এর আগেই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে বেশ কয়েকবার তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে দিবাগত রাত পৌনে ১টার দিকে হঠাৎ করেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটলে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ছয়জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে ছাত্রলীগের একাংশের কর্মী ময়িদুর রহমান বাকিসহ তার অনুসারী ছাব্বির হোসেন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে অপরাংশের ছাত্রলীগ কর্মী আহমেদ সিফাত ও সৈয়দ রুম্মান ইসলামসহ তাঁদের অনুসারী তমাল, মেহেদি হাসান ও আল সামাদ শান্ত নামে মোট চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ছাত্রলীগের কর্মী অমিত হাসান রক্তিম বলেন, ‘সিফাত গ্রুপের হামলায় আহত হয়ে তাদের সহপাঠী মহিদুর রহমান বাকি ও ছাব্বির হাসপাতালে ভর্তি রয়েছেন।’
অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহমেদ সিফাত নিজেকে বর্তমানে সুস্থ দাবি করে কিছু জানাতে রাজি হননি। যদিও সৈয়দ রুম্মান ইসলাম দাবি করেছেন, তাদের পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন এবং তিনিসহ আহতরা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ‘মধ্যরাতে ক্যাম্পাসে হঠাৎ করেই দুই দল ছাত্রের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ছয়জনের মতো আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। খবর পেয়ে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে।’
বন্দর থানার এসআই মেহেদী হাসান জানান, ববিতে রাতের ঘটনায় পুলিশের কর্মকর্তারা ক্যাম্পাসে গিয়ে পরিস্থিত শান্ত করার পাশাপাশি হাসপাতালে খোঁজ নিয়েছেন। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
উল্লেখ্য, ববিতে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর পরও ছাত্রলীগের নামে দুটি পক্ষ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অস্থিরতা চালিয়ে আসছে।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
১৬ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২ ঘণ্টা আগে