ঝালকাঠি, প্রতিনিধি
ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের পাশে নালায় একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ দেখতে পান রোগীর স্বজনেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুটির জন্মের পর নাড়ি কাটা হয়নি।
হাসপাতালে থাকা একাধিক রোগী ও তাঁদের স্বজনরা বলেন, নবজাতকটির গলায় ওড়না প্যাঁচানো ছিল।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. টি এম মেহেদী হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, গাইনি ওয়ার্ডের পেছনে নবজাতকের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালটির সবগুলো সিসি ক্যামেরা অচলের বিষয়ে জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
আজ সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গাইনি বিভাগের পাশে নালায় একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ দেখতে পান রোগীর স্বজনেরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে পুলিশ এসে উদ্ধার করে মর্গে পাঠায়। শিশুটির জন্মের পর নাড়ি কাটা হয়নি।
হাসপাতালে থাকা একাধিক রোগী ও তাঁদের স্বজনরা বলেন, নবজাতকটির গলায় ওড়না প্যাঁচানো ছিল।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা ডা. টি এম মেহেদী হাসান সানি আজকের পত্রিকাকে বলেন, গাইনি ওয়ার্ডের পেছনে নবজাতকের গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দিলে তারা তা উদ্ধার করে। ডিএনএ নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
হাসপাতালটির সবগুলো সিসি ক্যামেরা অচলের বিষয়ে জানতে চাইলে তিনি তার সত্যতা নিশ্চিত করেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ডিএনএ নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের সঙ্গে ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি। তবে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছে
১৪ মিনিট আগেচট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। বিকেলে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে নগরীর জামালখানে তাঁর অনুসারীরা জড়ো হতে থাকেন।
১৯ মিনিট আগেঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে লটারির মাধ্যমে প্রথম ধাপে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৪ মিনিট আগেরাজধানী ঢাকায় পুলিশের গুলিভর্তি ম্যাগাজিন চুরি ও এপিসি গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের অজ্ঞাতনামা আট হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে