নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, চার জেলে কারাগারে

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১৪: ১০

পটুয়াখালী দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় চার জেলেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ করা হয়। গতকাল রোববার বিকেল ৪টায় তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে এ অভিযান পরিচালনা করে উপজেলা নৌ-পুলিশ ও মৎস্য অধিদপ্তর। 

গ্রেপ্তার জেলেরা হলেন—মিজান গাজী (৫৫), সুলতান সরদার (৫৮), জাহঙ্গীর শরীফ (৪২) ও খলিল হাওলাদার (১৮)। 

জানা যায়, ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে মাছ ধরায় নৌ-পুলিশ ফাঁড়ি ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় চার জেলেকে গ্রেপ্তার করে। 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর বাজারে অভিযান পরিচালনা করে জুয়েল নামের এক মাছ ব্যবসায়ীর গদি থেকে ৫০ কেজি জাটকা ও ১০ কেজি ডিমওয়ালা ইলিশ জব্দ করে। ব্যবসায়ী পালিয়ে গেলেও তার গদি অনির্দিষ্টকালের জন্য সিলগালা করে দেন উপজেলা মৎস্য কর্মকর্তা। জব্দ করা মাছ চরঘূর্ণী মাদ্রাসা ও গোপালদি মাদ্রাসায় বিতরণ করা হয়। 

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আখতার হোসেন বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২২ দিন ইলিশ প্রজননের সময়। এ সময় নদীতে মাছ স্বীকার, আহরণ, মজুত, পরিবহন, বেচা-কেনায় নিষিদ্ধ। রোববার অভিযান চালিয়ে বুড়াগৌরঙ্গ নদীতে মৎস্য স্বীকারের সময় চারজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। জব্দ করা ১২ হাজার মিটার জাল হাজিরহাট এলাকায় নদীর পাড়ে পুড়িয়ে ফেলা হয়। এ অভিযান আগামী ৩ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত