পটুয়াখালী প্রতিনিধি
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল খননে নিয়োজিত বেলজিয়ামের সংস্থা জানডিনুলর একটি সার্ভে জাহাজ ডুবে গেছে। আজ সোমবার সকালে পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে এ ঘটনা ঘটে।
এক্সপ্রেস-৫৪ নামের এই জাহাজটির তলা ছিদ্র হয়ে ডুবে যায়। চ্যানেলের খননকাজের সার্ভে চলাকালে সার্ভে জাহাজটির মেশিন রুমের পাশের একটি ছিদ্র থেকে এ পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরারত ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন। এদিকে জানডিলুন কোম্পানি এবং পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে নিয়ে আসে।
বর্তমানে ডুবন্ত সার্ভে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান।
উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ান ক্রুরা হলেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চীফ অফিসার মোচামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চীফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১) রহমত ফাদিল্লা, এবি (১) অডি ক্রিশ্চিয়ান, এবি (২) রুদি রহমান, অয়েলার (২) মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল খননে নিয়োজিত বেলজিয়ামের সংস্থা জানডিনুলর একটি সার্ভে জাহাজ ডুবে গেছে। আজ সোমবার সকালে পায়রা বন্দরের ফেয়ার বয়া থেকে আনুমানিক ৭ নটিক্যাল মাইল দূরে রাবনাবাদ চ্যানেলের ইনার সাইটে এ ঘটনা ঘটে।
এক্সপ্রেস-৫৪ নামের এই জাহাজটির তলা ছিদ্র হয়ে ডুবে যায়। চ্যানেলের খননকাজের সার্ভে চলাকালে সার্ভে জাহাজটির মেশিন রুমের পাশের একটি ছিদ্র থেকে এ পানি প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে জাহাজের ক্রুরা রাবনাবাদ চ্যানেলে মাছ ধরারত ট্রলারের সাহায্যে নিরাপদে উঠে আসেন। এদিকে জানডিলুন কোম্পানি এবং পায়রা বন্দরের টাগবোট দ্রুত গিয়ে সবাইকে নিরাপদে নিয়ে আসে।
বর্তমানে ডুবন্ত সার্ভে জাহাজটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এসএম শরিফুর রহমান।
উদ্ধার হওয়া ইন্দোনেশিয়ান ক্রুরা হলেন মাস্টার আরহাম আব্দুল রহিম, চীফ অফিসার মোচামাদ রিজাল, সেকেন্ড অফিসার দারমাওয়ান, চীফ ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুর, সেকেন্ড ইঞ্জিনিয়ার ট্রাই ইয়ান্টো, অয়েলার (১) রহমত ফাদিল্লা, এবি (১) অডি ক্রিশ্চিয়ান, এবি (২) রুদি রহমান, অয়েলার (২) মুহাম্মদ আগাম ফায়েজ জুলফা, কুক জোজুয়া এনজেলবার্ট, সার্ভেয়ার সাইদুজ্জামান ইমন ও এমডি সোহানুজ্জামান সুমন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৫ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৮ মিনিট আগে