ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় এ সংর্ঘষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ ও হুমায়ন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, যুবলীগের কর্মী নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। এটা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে না জানিয়ে সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম ও সহসভাপতি আব্দুস সবুর হাওলাদারসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
ঝালকাঠির রাজাপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার সাতুরিয়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভায় এ সংর্ঘষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুস সবুর হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলামসহ উপজেলা যুবলীগের একাংশ সাতুরিয়া ইউনিয়ন পরিষদে বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। সভা শুরু হওয়ার আগমুহূর্তে উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধার নেতৃত্বে কবির হোসেন, রতন বিশ্বাস, নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ ও হুমায়ন কবিরসহ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতিকে ছাড়া বর্ধিত সভা আয়োজন করার কারণ জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি ও চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক রতন বিশ্বাস, যুবলীগের কর্মী নূরুল কবির, সৈয়দ সাব্বির আহমেদ, হুমায়ন কবিরসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এমন ঘটনা ঘটেছে। এটা নিজেরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেওয়া হবে।
উপজেলা যুবলীগের সভাপতি আসলাম হোসেন মৃধা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাকে না জানিয়ে সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম ও সহসভাপতি আব্দুস সবুর হাওলাদারসহ কয়েকজন মিলে বর্ধিত সভার আয়োজন করেন।’
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, যুবলীগের বর্ধিত সভায় নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।
বরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
৬ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
১১ মিনিট আগেরাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২১ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
৩৩ মিনিট আগে