বরিশালে গণপিটুনিতে শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ২১: ৩১

বরিশাল নগরের চৌমাথায় শিক্ষার্থীদের তল্লাশির নামে টিউবওয়েল মিস্ত্রি রাসিফ আকনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের ভাই রাজিব আকন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি স্বীকার করেছেন।

ওসি মোস্তাফিজ বলেন, ‘রাসিফের পরিবারের দায়ের করা মামলায় বিনা অপরাধে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করে দেখছি।’

মামলার বাদী রাজিব আকন বলেন, তাঁর ভাই অপরাধী হলেও তাঁকে পিটিয়ে হত্যার অধিকার কে দিল? শিক্ষার্থীরা দাবি করেছেন, তাঁর কাছে চাকু পেয়েছে। যদি সত্যি পায় তাহলে তাঁকে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিত। আদালত তাঁকে সাজা দিতেন। কিন্তু সকালে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করে বেলা ১১টায় কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হলো মৃত অবস্থায়। ভাইকে মারধরের পর কোনো চিকিৎসাও করানো হয়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, সিলেটের হবিগঞ্জে বাবার সঙ্গে থেকে কাজ করতেন টিউবওয়েল মিস্ত্রি রাসিফ আকন। গত মঙ্গলবার বরগুনার বেতাগী উপজেলায় বাড়িতে আসার সময়ে বরিশাল নগরের চৌমাথায় গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করে শিক্ষার্থীরা। রাসিফের ব্যাগে চাকু পাওয়া গেছে দাবি করে বেধড়ক মারধরে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত