আমতলী (বরগুনা) প্রতিনিধি
মামলা তুলে না নিলে মামলার বাদীসহ দুই ছেলেকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। আজ সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার বাদী লিপি বেগম এ অভিযোগ করেন।
মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার আঠারোগাছিয়া গ্রামের আল আমিন হাওলাদার সাড়ে তিন লাখ টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহিষকাটা নামক স্থানে জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা আল আমিন হাওলাদারকে আটকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাঁরা নারায়ণগঞ্জের একটি জায়গায় আটকে রাখেন। মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে তাঁর স্ত্রী লিপি বেগমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেন লিপি বেগম।
এরপরেও তাঁরা আল আমিনকে মুক্তি না দিয়ে বাকি তিন লাখ টাকা দাবি করেন। ২৭ অক্টোবর স্ত্রী লিপি বেগম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাকির হোসেন চৌকিদারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওসি এ কে এম মিজানুর রহমান মামলাটি বরগুনা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।
লিপি বেগম সংবাদ সম্মেলনে জানান, জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর দুই ছেলে আবদুল্লাহ ও লাবিবকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেন। পুলিশ প্রশাসনের কাছে তাঁর অপহৃত স্বামী আল আমিন হাওলাদারকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, অপহৃত আল আমিনকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
মামলা তুলে না নিলে মামলার বাদীসহ দুই ছেলেকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। আজ সোমবার আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে মামলার বাদী লিপি বেগম এ অভিযোগ করেন।
মামলা ও সংবাদ সম্মেলন সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর উপজেলার আঠারোগাছিয়া গ্রামের আল আমিন হাওলাদার সাড়ে তিন লাখ টাকা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। মহিষকাটা নামক স্থানে জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা আল আমিন হাওলাদারকে আটকে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেন। পরে তাঁরা নারায়ণগঞ্জের একটি জায়গায় আটকে রাখেন। মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে তাঁর স্ত্রী লিপি বেগমের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দেন লিপি বেগম।
এরপরেও তাঁরা আল আমিনকে মুক্তি না দিয়ে বাকি তিন লাখ টাকা দাবি করেন। ২৭ অক্টোবর স্ত্রী লিপি বেগম আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাকির হোসেন চৌকিদারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। আদালতের বিচারক মো. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওসি এ কে এম মিজানুর রহমান মামলাটি বরগুনা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।
লিপি বেগম সংবাদ সম্মেলনে জানান, জাকির হোসেন চৌকিদার ও তাঁর সহযোগীরা মামলা তুলে না নিলে তাঁকে ও তাঁর দুই ছেলে আবদুল্লাহ ও লাবিবকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়ার হুমকি দেন। পুলিশ প্রশাসনের কাছে তাঁর অপহৃত স্বামী আল আমিন হাওলাদারকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক কবির হোসেন বলেন, অপহৃত আল আমিনকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে ভয়ভীতির ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১০ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২৭ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে