প্রতিনিধি, পটুয়াখালী
পটুয়াখালী বাস মালিক শ্রমিক এবং তিন চাকার যানবাহনের মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পটুয়াখালী আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, আজ সকালে বাস মালিক সমিতির করা চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন অটোরিকশা ও অটো বাইক শ্রমিকেরা। পরে উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, থ্রিহুইলার চলাচল বন্ধের দাবিতে ও বাস মিনিবাস সমিতিকে অবৈধ বলার কারণে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, মূলত ব্যাটারিচালিত অটো ও টমটম মহাসড়কে চলাচল করতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটো, টমটম, থ্রিহুইলার মহাসড়কে চলাচল করতে পারবে না। বাস মালিক গ্রুপ থেকে জেলা অতিরিক্ত প্রশাসক মহোদয়ের কাছে এ দাবি তোলা হয়। কিন্তু যেভাবে মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে সে রকমভাবেই চলবে বলে জানানো হয়। এ রায় আসায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিকেরা।
জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা প্রমুখ।
পটুয়াখালী বাস মালিক শ্রমিক এবং তিন চাকার যানবাহনের মালিক শ্রমিকদের মধ্যে আলোচনা ও সমঝোতার প্রেক্ষিতে পটুয়াখালী আন্তজেলা বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও বাস মালিকদের সভায় অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।
জানা যায়, আজ সকালে বাস মালিক সমিতির করা চেক পোস্টের নামে চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতন বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন অটোরিকশা ও অটো বাইক শ্রমিকেরা। পরে উক্ত দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে অবৈধ তিন চাকার যানবাহন অটোরিকশা, টমটম, থ্রিহুইলার চলাচল বন্ধের দাবিতে ও বাস মিনিবাস সমিতিকে অবৈধ বলার কারণে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘটে বাস মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে চলাচলরত যাত্রীরা।
ঘটনার কিছুক্ষণ পর পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা বলেন, মূলত ব্যাটারিচালিত অটো ও টমটম মহাসড়কে চলাচল করতে চেয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারিচালিত অটো, টমটম, থ্রিহুইলার মহাসড়কে চলাচল করতে পারবে না। বাস মালিক গ্রুপ থেকে জেলা অতিরিক্ত প্রশাসক মহোদয়ের কাছে এ দাবি তোলা হয়। কিন্তু যেভাবে মহাসড়কে গাড়িগুলো চলাচল করছে সে রকমভাবেই চলবে বলে জানানো হয়। এ রায় আসায় অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিকেরা।
জেলা প্রশাসক কার্যালয়ের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ মৃধা, বাস মালিক আশরাফ হাওলাদার, বাস মালিক মিজানুর রহমান, বাস মালিক শামিম মৃধা প্রমুখ।
৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
১২ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মাজার ভেঙে দিল এলাকাবাসী। গতকাল সোমবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তোলা বুরহান উদ্দিন (র.) নামের এ মাজার ভেঙে ফেলা হয়।
২৩ মিনিট আগে